চুয়াডাঙ্গা দামুড়হুদার ইব্রাহিমপুরে বড়দের অসতর্কতায় বিপত্তি

আরসির বোতলে রাখা কীটনাশক পানে মৃত্যু শয্যায় শিশু সাব্বির
স্টাফ রিপোর্টার: কোমল পানীয়’র বোতলে রাখা কীটনাশক পান করে সাড়ে ৩ বছর বয়সী শিশু সাব্বির হোসেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কীটনাশক পান করে, সন্ধ্যায় তাকে হাসপাতালে নেয়া হয়।
শিশু সাব্বির দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তার শয্যাপাশে থাকা লোকজন বলেছেন, শিশু সাব্বির হোসেন খেলতে প্রতিবেশী ইলিয়াসের বাড়িতে যায়। কৃষক ইলিয়াসের একটি ঘরে সাব বাকশের ওপর ধানের কীট মারার বিষ রাখা ছিলো কমলপানীয় আরসি’র বোতলে। শিশু আরসির বোতল দেখে টুলের ওপর ওঠে আরসি ভেবে খেয়ে নেয়। এরপর মুখ দিয়ে লালা ঝরছে দেখে ঘোরকাটে বড়দের। শিশুর মুখে বিষের গন্ধ! দ্রুত নেয়া হয় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে। চিকিৎসক তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সদর হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে। কর্তব্যরত চিকিৎ