চুয়াডাঙ্গা জেলা স্কাউট নির্বাহী কমিটির সভা : জাতীয় স্কাউট অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান

চুয়াডাঙ্গা জেলা স্কাউট নির্বাহী কমিটির সভা : জাতীয় স্কাউট অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা স্কাউট নির্বাহী কমিটির সভা, জাতীয় স্কাউট অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা স্কাউটের সভাপতি জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্কাউট বৃহত্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মামুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, চুয়াডাঙ্গা জেলা স্কাউটের সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ সিদ্দিক ও চুয়াডাঙ্গা স্কাউট কমিশনার রেজাউল হক। চুয়াডাঙ্গা সদর উপজেলা স্কাউট কমিশনার শাহনেওয়াজ ফারুকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দামুড়হুদা উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খান ও জীবননগর উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। সভায় প্রত্যেকটি উপজেলায় উপদল নেতা ও বিদ্যুত ক্যাম্প গঠন, প্রত্যেক উপজেলাতে আগামী ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত উক্ত কর্মসূচি পালন করা হবে। জাতীয় কাব ক্যাম্পগুলোতে চুয়াডাঙ্গা জেলা থেকে ১৫টা দল পাঠানো এবং তাদের ব্যয়ভার বহন শীর্ষক আলোচনা করা হয়। ২০১৩ সালের খুলনা অঞ্চলের স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ স্কাউট চুয়াডাঙ্গা জেলার যে ১৪জন নিবেদিত স্কাউট কর্মকর্তাগণ বিশেষ অবদান রেখেছেন তাদের অনন্য সেবার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটস তাদেরকে জাতীয় স্কাউট অ্যাওয়ার্ড ও সার্টফিকেট প্রদান করা হয়েছে। এদের মধ্যে আলমডাঙ্গা উপজেলা স্কাউটের কাব লিডার বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানকে লং সার্ভিস ডেকোরেশনসহ সার্টিফিকেট এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ ফজলুর রহমান, ইউনিট লিডার আকবর আলী, ইখতিয়ার আহমেদ, আবুল হোসেন ও আব্দুল মোমিনকে মেডেল অফ মেরিট ও সার্টিফিকেট প্রদান করা হয়। অন্যদের শুধু সার্টিফিকেট প্রদান করা হয়েছে।