চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর নবনির্বাচিত সদস্যদের অভিষেক ও ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর নবনির্বাচিত সদস্যদের অভিষেক ও ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে শ্রীমন্ত টাউন হলে অনুষ্ঠিত অভিষেক ও ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর নবনির্বাচিত সহসভাপতি সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করা নেয়া হয়। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক সায়মা ইউনুস। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক বলেন, আজ আমাদের দেশীয় সংস্কৃতি ধ্বংসের পথে। আকাশ সংস্কৃতি আর বিদেশি সংস্কৃতিতে ঝুঁকে পড়েছে তরুণ সমাজ। নবনির্বাচিত সদস্যরা দেশি সংস্কৃতি রক্ষার আহ্বান জানান। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন নাট্য প্রশিক্ষক আলাউদ্দীন। পরে স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জেলা শিল্পকলা একামেডীর নবনির্বাচিত সদস্য চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুন্সি আবু সাইফ।