চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সভাপতি হলেন ডা. শাহীনূর : রিনি সহসভাপতি

 

 

চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. শাহীনূর হায়দার। গতকাল চুয়াডাঙ্গা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সংঘের জরুরিসভায় তাকে এ পদে সর্বসম্মতভাবে নির্বাচিত করা হয়। একই সাথে ফারহানা আক্তার রিনিকে সংঘের সহসভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। পরে পাক্ষিক সাহিত্য পাঠের আসর প্রতিধ্বনি অনুষ্ঠিত হয়। জেলা লেখক সংঘের সভাপতি ডা. ওয়াহিদ আশরাফ দেলওয়ার গত ৭ ফেব্রুয়ারি মারা গেলে সভাপতির পদটি শূন্য হয়ে যায়। দীর্ঘ ছয় মাস পর সভাপতির পদটি গতকাল শুক্রবার পূরণ করা হয়।

সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের জরুরিসভা সহসভাপতি ওমর আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এখানে সর্বসম্মতিক্রমে সংঘের প্রতিষ্ঠাতা জীবননগরের প্রয়াত অ্যাড. কাজী গোলাম মোস্তফা হায়দারের স্ত্রী ডা. শাহীনূর হায়দারকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এ সভায় জীবননগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনিকে সহসভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। পরে সেখানে সাহিত্য পাঠের আসর প্রতিধ্বনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক কবি শাহিদা খাতুন। স্বরচিত লেখা পাঠ করেন বুলবুল খাঁন, রহমত বিশ্বাস, গোলাম রহমান চৌধুরী, আ.ফ.ম সিরাজ সামজী, সৈকত সাগর, রাপ্পা কুণ্ডু, আমিনুল ইসলাম চৌধুরী, অশোক কুমার ঘোষ, মেহেদী হাসান মিলন, শামীমা আখতার, শাহিদা খাতুন, আবুল কাশেম, রাশিদা মমতাজ, অশোক কুমার দত্ত, আব্দুল আলীম, মাহাতাব উদ্দিন, ফারুক হোসেন, ময়নুল হাসান, আবুল কালাম আজাদ, আনছার আলী, শরীফ সাথী, রাজু আনসারী ও চিত্তরঞ্জন সাহা চিতু। আলোচক ছিলেন অধ্যাপক লুৎফর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. কামরুল আরেফীন, কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সভাপতিলেখক সংঘের যোগাযোগ সম্পাদক রবিউল হোসেন সুকলাল, সংঘের সাধারণ সম্পাদক ময়নুল হাসান, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ ও সদস্য কিংকর কুমার দে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংঘের সাধারণ সম্পাদক কবি ময়নুল হাসান। প্রেসবিজ্ঞপ্তি।