চুয়াডাঙ্গা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখার নির্বাচন সম্পন্ন

মোতালেব সভাপতি বকুল পূনারায় সাধারণ সম্পাদক নির্বাচিত

 

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখা কার্যালয়ের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শনা শাখা কার্যালয়ে ভোট গোপন ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। কোন প্রকার হৈট্টোগোল ছাড়ায় দর্শনা শাখায় কার্যালয়ের ভোট সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ১৩ টি পদের বিপরিতে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গভীর রাত পর্যন্ত ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন এম জেনারেল ইসলাম। এ নির্বাচনে সভাপতি পদে আব্দুল মোতালেব লাঙ্গল প্রতীকে এবং সাধারণ সম্পাদক পদে পূর্নরায় মজিবুল আলম বকুল হাতুড়ি প্রতীকে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দর্শনা শাখা কার্যালয়ে ১ হাজার ১ শ ৫০ জন ভোটারের মধ্যে ৯শ ১২ জন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করেন। এ ভোটে সভাপতি পদে আব্দুল মোতালেব হোসেন (লাঙ্গল) প্রতীকে ৩শ ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আলীম ফকির (হারিকেন) প্রতীকে ২শ ৫৬ ভোট, আবু হাসান বাবু (বাইসাইকেল) প্রতীকে পেয়েছেন ১শ ৩৪ ও মোমিনুল ইসলাম (ছাতা) প্রতীকে পেয়েছেন ১শ ২০ ভোট। সহসভাপতি দুটি পদের বিপরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ জন প্রার্থী। এদের মধ্যে আব্বাস আলী (দেয়ালঘড়ি) প্রতীকে ৩শ ৭৭ ও মিনারুল ইসলাম মিনা ওরফে ঝনাত খচাত (খেজুরগাছ) প্রতীকে ৩শ ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল হোসেন (হরিণ) প্রতীকে ২শ ৭১, ফজলুর রহমান (দাড়িপাল্লা) প্রতীকে ১শ ৬৮ ও আজাদ হোসেন (চেয়ার) প্রতীকে ১শ ৩৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মজিবুল আলম বকুল (হাতুড়ি) প্রতীকে ৪শ ৭১ ভোট পেয়ে পূর্নরায় নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি নাজিম উদ্দিন (কুড়েঘর) প্রতীকে পেয়েছেন ৪শ ১৩ ভোট। যুগ্নসম্পাদক পদে কামরুল হাসান (হাতি) প্রতীকে ৪শ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি রুহুল আমীন (ট্রাক) প্রতীকে পেয়েছেন ৩শ ১২ ভোট। শেষ খবর পাওয়া পর্যন্ত কমিটির সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ ও ৪ জন সদস্য পদের ভোট গণনা চলছিলো। এ দিকে নির্বাচন চলাকালীন সময় পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিলো।