চুয়াডাঙ্গা জেলা পুলিশসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

 

 

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যাক্তি উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন অব্যাহত রয়েছে। গতকাল চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজনে অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, জেলা ও দয়রা জজ বিপ্লব গোস্বামী, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, ৬ বিজিবির পরিচালক লে.কর্নেল মনিরুজ্জামান, জেলা প্রশাসন, বিচার বিভাগীয় কর্মকতা ও সাংবাদিকসহ অনেকে। অতিথিদের স্বাগত জানান পুলিশ সুপার রশীদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দীনসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

দর্শনা অফিস জানয়েছে, দর্শনা পৌর বিএনপির আয়োজনে মতবিনিময়সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের সম্মানে গতকাল বৃহস্পতিবার বিকেলে দর্শনা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল। আলোচনা করেন দর্শনা পৌর বিএনপির আহ্বায়ক মাহমুদুর রহমান তরফদার শাওন, যুগ্মআহ্বায়ক মহিদুল ইসলাম, বিএনপি নেতা আ. হান্নান, হাবিবুল্লাহ, আজিজুল হক, জালাল উদ্দিন, দর্শনা পৌর প্যানেল মেয়র সাংবাদিক শরীফ উদ্দিন, সাংবাদিক মাহফুজ উদ্দিন খান, আজাদ হোসেন। ক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুলের উপস্থাপনায় আলোচনা করেন প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সমন্বয়ক মনিরুজ্জামান ধীরু, সমিতির সাধারণ সম্পাদক এসএম ওসমানসহ সাংবাদিকরা।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাসাদহ ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাসাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন হাসাদহ ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলম মাস্টার, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি মেম্বার জুম্মাত আলী প্রমুখ।

মুন্সিগঞ্জ প্রতিনিধিজানিয়েছেন, আলামডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন পরিষদে গতকাল বৃহস্পতিবার বিএনপির কর্মীরা ইফতার মাহফিলের আয়োজন করেন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্মআহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। বিশেষ অতিথি ছিলেন যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুর জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু, জেলা আহ্বায়ক কমিটির সদস্য এম. জেনারেল ইসলাম, সরদার আলী হোসেন, সানোয়ার হোসেন লাড্ডু, আসিরুল ইসলাম সেলিম প্রমুখ। পরিচালনায় ছিলেন বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন।