চুয়াডাঙ্গা জেলা নারী উন্নয়ন ফোরামের প্রথম সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: সমাজে পুরুষের ন্যায় নারীর সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চুয়াডাঙ্গায় জেলা নারী উন্নয়ন ফোরামের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকল বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ফোরামের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় উপজেলা গভার্নেস প্রজেক্টের ফ্যাসিলিটেটর গিয়াস চৌধুরী, জেলা প্রশাসক সায়মা ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা ও সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক আয়শা সুলতানা লাখি, দামুড়হুদা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহার পারুল, আলমডাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরাসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় নারীদের অধিকার, রাজনীতি ও নির্বাচনের গুরুত্বপূর্ণ পদে নারীর অংশগ্রহণ, বিপদগ্রস্থ নারীদের সহায়তা প্রদান, বাল্যবিয়ে নিরোধ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।