চুয়াডাঙ্গা জেলায় ব্যাপকহারে বারি মুগ আবাদ

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গাজেলায় চলতি মরসুমে ব্যাপকহারে বারি মুগ আবাদ হয়েছে। এ আবাদ করে চাষিরা যেমন লাভবান হচ্ছে তেমনি দেশে ডালের ঘাটতি পূরণ হচ্ছে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস থেকে জানা গেছে, চলতি মরসুমে জেলায় ৩,৭০৫ হেক্টর জমিতে বারি মুগ আবাদ হয়েছে। এর মধ্য সদর উপজেলায় ১,৪৫৫ হেক্টর, আলমডঙ্গায় ৫০ হেক্টর, দামুড়হুদায় ২০০ হেক্টর ও জীবননগর উপজেলায় ২,০০০ হেক্টর জমিতে বারি মুগ আবাদ হয়েছে। হেক্টর প্রতি ১.৫ টন করে মুগ উৎপাদন হবে। ইতোমধ্যে চাষিরা মুগ তোলা প্রায় শেষ করেছে। অনা বৃষ্টির কারণে ফলন কম হচ্ছে। এক সময়ে চুয়াডাঙ্গা জেলায় ব্যাপকহারে দেশি জাতের মুগ আবাদ হতো। জলবায়ুর পরিবর্তনের কারণে দেশি মুগ আবাদ চাষিরা কমিয়ে দেয়। কারণ জমিতে মুগ বপন করলেও ফলন হতো না। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি জাতের মুগ উদভাবন করে।এখন চাষিরা এ মুগ আবাদ করে ভালো লাভবান হচ্ছেন। বর্তমানে বাজারে প্রতি মণ মুগ ২,০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক বিঘা জমিতে ৪ থেকে ৫ মণ পর্যন্ত মুগ উৎপাদন হচ্ছে। দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃপাংশু শেখর বিশ্বাস জানান, বারি মুগ একটি লাভজনক ফসল। অসমায় চাষিরা এ আবাদ করে ভালো লাভবান হন। বারি মুগ একটি স্বল্প মেয়াদি ফসল। এ ছাড়া মুগের জমিতে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে। এছাড়া জমির উর্বরা শক্তি বৃদ্ধি করে। মুগ আবাদে চাষিদের সবধরনের সহযোগিতা দেয়া হয়।