চুয়াডাঙ্গা জজশিপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে বার্ষিক বনভোজন

দিনব্যাপি উৎসব : সমাপনীতে সঙ্গীত দিলো পূর্ণতা

 

স্টাফ রিপোর্টার: জাঁকজমক আয়োজনে দিনব্যাপি উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা জজশিপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পুলিশ পার্কে বিজ্ঞ বিচারক ও কর্মকর্তাদের অংশগ্রহণে এ বনভোজন সম্পন্ন হয়। আয়োজনে পুরস্কার বিতরণসহ সঙ্গীত পরিবেশন এনে দেয় পূর্ণতা।

চুয়াডাঙ্গা জেলা জজশিপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে বনভোজনে সিনিয়র জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহম্মেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ চাঁদ মো. আব্দুল আলীম আল রাজী, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ ইয়ারব, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিম, সিনিয়র সহকারী জজ মো. সাজ্জাদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহা. আমীনুল ইসলাম, সহকারী জজ মো. সাজেদুর রহমান, সহকারী জজ মানিক দাস। বিজ্ঞ বিচারকরগণ সপত্নিক অংশ নিয়ে বনভোজনের আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। সংশ্লিষ্টসূত্র এসব তথ্য জানিয়ে বলেছে, পুলিশ সুপার রশীদুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জজশিপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির প্রশাসনিক কর্মকতাদের মধ্যে মহাসিন আলী, শেখ রশিদ উদ্দীন আহম্মেদ, নাজির আব্দুস সেলিম, ওসামন গনিসহ সকল কর্মকর্তা উপস্থিত থেকে দিনব্যাপি বনভোজনের নানা আয়োজনে অংশ নেন। শেষে পুরস্কার বিতরণ করা হয়। বনভোজনে সঙ্গীত পরিবেশনও বাদ পড়েনি। সমাপনীতে সঙ্গীত পরিবেশন শুধু দর্শক স্রোতাদের মুগ্ধই করেনি, বাড়ি ফেরার পথে তৃপ্তির ঢেকুর তোলার মতো বাড়তি আমেজ জোগায়।