চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে আলমসাধু উল্টে ১ মহিলা নিহত : আহত ৩

আলমডাঙ্গা ব্যুরো:  চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে আলমসাধু উল্টে নিহত হয়েছেন ১ জন মহিলা ও আহত হয়েছেন ৩ জন। গত ১ মে দুপুরে রোয়াকুলি গ্রামে একটি হাঁস বাঁচাতে গিয়ে আলমসাধুচালক এ দুর্ঘটনা ঘটায়।

জানা গেছে, গত ১ মে দুপুরে আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামের বাউল দম্পতি আব্দুল খালেক ও তার স্ত্রী জহুরা খাতুন কুষ্টিয়াগামী এক আলমসাধুতে পোড়াদহে তাদের এক শিষ্যের বাড়িতে যাচ্ছিলেন। দ্রুতগামী আলমসাধুটি রোয়াকুলি গ্রামের মধ্যে পৌঁছুলে রোডের ওপর একটি হাঁস চলে আসে। ওই হাঁসকে বাঁচাতে গিয়ে আলমসাধুচালক কড়া ব্রেক ধরেন। ফলে সড়কের পাশে উল্টে যায় আলমসাধু। এ সময় গুরুতর আহত হন বাউল দম্পতিসহ আলমসাধুর অপর ২ যাত্রী। তারা হলেন- রোয়াকুলি গ্রামের আব্দুর রহিমের ছেলে সেন্টু (৩০) ও বেতবাড়িয়া গ্রামের আবু বকরের ছেলে জাফিরুল ইসলাম (২৮)। তাদের সবাইকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। মাথায় আঘাতপ্রাপ্ত অচেতন জহুরা খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত বলে ঘোষণা করেন। মাথায় চোট পাওয়া গুরুতর আহত সেন্টুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়। নিহতের স্বামী আব্দুল খালেক ও বেতবাড়িয়ার জাফিরুল ইসলাম ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।