চুয়াডাঙ্গা কুন্দিপুর গ্রামের আলমগীর হত্যা মামলার প্রধান আসামি ভগ্নিপতি হান্নান গ্রেফতার : আদালতে সোপর্দ

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের কুন্দিপুর গ্রামের আলমগীর হত্যা মামলার প্রধান আসামি ভগ্নিপতি হান্নানকে গ্রেফতার করেছে হিজলগাড়ি ক্যাম্প পুলিশ। গ্রেফতারকৃত হান্নানকে গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামের আলমাছের ছেলে আলমগীর হোসেনকে (৩৫) দুর্বৃত্তরা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আলমগীরকে প্রথমে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসার ৩ দিনের মাথায় তার মৃত্যু হয়ে। এ ঘটনায় আলমগীরের পিতা বাদী হয়ে দোস্ত গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল হানান, মান্নান এবং মান্নানের ছেলে শাহীনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মান্নান ও তার ছেলে শাহীনকে গ্রেফতার করলেও প্রধান আসামি হান্নান পলাতক ছিলো। হত্যাকাণ্ডে ১ বছর ৮ মাসের মাথায় গতপরশু শনিবার রাত ১২টার দিকে হিজলগাড়ি ক্যাম্প পুলিশের ইনচার্জ এএসআই শফিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আলমগীর হত্যা মামলার প্রধান আসামি হান্নানকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হান্নাকে গতকালই আদালতে সোপর্দ করেছে পুলিশ।