চুয়াডাঙ্গা ও মেহেরপুরের পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা দান বাধতেই প্রশমন

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা দান বাধতেই প্রশমন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুর পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা দানা বাধতেই তা প্রশমন করা সম্ভব হয়েছে। গতকাল চুয়াডাঙ্গার একটি বাসযোগে মেহেরপুর পরিবহনের শ্রমিক মেহেরপুরে যেতে চাইলে কার্ড দেখাতে না পারায় নামিয়ে দেয়ায় অন্তোষের সূত্রপাত। গতকাল মেহেরপুরে চুয়াডাঙ্গার এক সময়নিয়ন্ত্রক ও চুয়াডাঙ্গায় মেহেরপুরের এক শ্রমিকের ওপর চড়াও হলে উত্তেজনার পারদ তরতর করে চড়ে পরিস্থিতি বেসামাল হওয়ার উপক্রম হয়। চুয়াডাঙ্গা পুলিশের তড়িত পদক্ষেপে এবং উভয় জেলার পরিবহন শ্রমিকদের নেতৃবৃন্দের অহিংস আচরণে পরিস্থিতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণেই থাকে।  ঘটনার বর্ণনা দিতে গিয়ে একাধিক শ্রমিক জানান, চুয়াডাঙ্গা বাসমালিক সমিতির একটি বাস মেহেরপুরের উদ্দেশে রওনা হয়। মেহেরপুর পরিবহনের এক শ্রমিক ওই বাসে ওঠে। সুপারভাইজার ভাড়া চাইলে শ্রমিক বলে পরিচয় দেয়। পরিচয়পত্র দেখাতে বললে তা না দেখিয়ে উগ্র আচরণ শুরু করে। ফলে তাকে বাস থেকে নামিয়ে দেয়া হলে ক্ষুব্ধ হয় সে। মেহেরপুরে পৌছে চুয়াডাঙ্গার এক শ্রমিকের ওপর চড়াও হয় ওই শ্রমিকসহ তার কয়েকজন। এ খবর চুয়াডাঙ্গায় পৌছূতেই চুয়াডাঙ্গার শ্রমিকদের মধ্যে উত্তেজনা দানা বাধে। মেহেরপুরের এক শ্রমিকের ওপর চড়াও হতেই ঘটনাস্থলে পৌঁছুই পুলিশ। দ্রুত বাসমালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে যোগাযোগ স্থাপন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়।