চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ বিভিন্ন স্থানে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু পরিষদ স্বাস্থ্য বিভাগ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্বেলন কক্ষে আয়োজিত ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বিএমএ’র সভাপতি ডা. মার্টিন হিরোক চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ, বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক আরমান আলী শেখ, রবজেল হক, আখতার হোসেন, লাভলু, জুয়েল ও বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব রহমতুল্লা জুয়েলসহ আরো অনেকে। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মজিদ। পরিচালনা করেন আরমান আলী শেখ।

চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এই ইফতার অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া পরিচালনা করেন বারের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম। ইফতারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক বারের সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল, বারের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন, মোজাম্মেল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা সিরাজুল ইসলাম, ওয়াহেদুজ্জামান বুলা, আ.স.ম আব্দুর রউফ, মইন উদ্দিন মইনুল, আব্দুল খালেক ও মানি খন্দকার উপস্থিত ছিলেন। এছাড়া বারের সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান ও আলমগীর হোসেন, সিনিয়র আইনজীবী মো. মনিরুজ্জামান , সাবেক সাধারণ সম্পাদক এসএম রফিউর রহমান, রফিকুল আলম রান্টু, বেলাল হোসেন ও আব্দুল মালেকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা ফাতেমা প্লাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মার্কেট করিডোরে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাও. আল-মামুন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফাতেমা প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি গীলবার্ড রয়, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সাংবাদিক ইসলাম রকিব, আবু সাঈদ, ব্যবসায়ী মহরম হোসেন, রাজু আহম্মেদ, সাদ্দাম হোসেন, মানিকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আমাদের ঢাকা অফিস জানিয়েছে, ঢাকাস্থ আঞ্চলিক সংবাদপত্র প্রতিনিধি পরিষদের উদ্যোগে দৈনিক পূর্বদেশের অফিসে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত, আলোচনাসভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দৈনিক করোতয়ার ঢাকা প্রতিনিধি আহসান আলী। উপস্থিত ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের রিয়াদ মাহমুদ, পূর্বদেশের রিদোয়ানুল হক ও নজরুল ইসলাম, প্রবাহের হুমায়ন কবীর, আজকের বার্তার মনিরুল ইসলাম, দৈনিক মাথাভাঙ্গার মনসুর রহমান, সবুজ সিলেটের শুধাংসু সিকদার, স্বদেশ সংবাদের মফিজুর রহমান, জন্মভূমির আমীর হোসেন, গৌর বাংলার সিদ্দিকুর রহমান, কুমিল্লার কাগজের মিজানুর রহমানসহ আরও অনেক আঞ্চলিক পত্রিকার প্রতিনিধিরা। ইফতার পার্টিতে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহ জন্য দোয়া করা হয়।

পাঁচমাইল প্রতিনিধি জানিয়েছেন, গত রোববার সরোজগঞ্জ যুগিরহুদা পশ্চিমপাড়া গ্রামের জামেমসজিদে ইফতারের আয়োজন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামি লীগের সদস্য শাহাজান আলী পচা মিয়া। ইফতার মাহফিলে আরো উপস্তিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুতালেব হোসেন, নুরুল ইসলাম নুরু, শিক্ষক সাইদুর রহমান লাল্টু, বদর উদ্দীন, দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক হাবিব রহমান, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা খবীর উদ্দীন।

      আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল পুনর্বাসিত ভিক্ষুকদের সৌজন্যে ইফতারের আয়োজন করা হয়। গতকাল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে পৌরসভার ভিক্ষুকবৃন্দের জন্য এবং স্ব স্ব ইউপি চেয়ারম্যানদের আয়োজনে ইউনিয়নের ভিক্ষুকদের জন্য ইফতারের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদের ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনর্বাসিত পৌর ভিক্ষুকবৃন্দসহ ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সমাজসেবা অফিসার আবু তালেব, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, সেক্রেটারি হামিদুল আজম, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাসুদ কামাল প্রমুখ।

অপরদিকে হারদী ইউনিয়নের পরিষদের উদ্যোগে পুনর্বাসিত ভিক্ষুকদের সৌজন্যে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে ও সচিব সোহরাব উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনাল হক, ওসমানপুর-প্রাগপুর ক্যাম্পের ২ আইসি জাহাঙ্গীর আলম, ফসিয়ার রহমান, প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য পারভীনা খাতুন, মহিলা খাতুন, শারমিনা খাতুন, শেখ শাহানুর হাসান টিপু. আবু বক্কর সিদ্দিক, মুনতাজ আলী, সিদ্দিকুর রহমান, মনছুর আলী, আজিজুর রহমান হিরোক, খাইরুল আলম হররোজ, ফরিদ উদ্দিন, ইনফোলিডার ইউডিসি পরিচালক মাহফুজুর রহমান, উদ্যোক্তা মেরিনা খাতুন, গ্রাম আদালত সহকারি সুর্মিলা খাতুন প্রমুখ।

আলমডাঙ্গায় কালিদাসপুর ব্র্যাক শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রভাষক মামুন অর রশিদ, পাইকপাড়ার ক্যাম্প ইনচার্জ এসআই মোফাজ্জেল হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) নুজরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মাসুদ শামিম, ব্র্যাক কালিদাসপুর শাখার ব্যবস্থাপক (দাবি) মাইনুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) নাইস, আলমডাঙ্গা শাখা ব্যবস্থাপক আব্দুল আওয়াল, আলমডাঙ্গা শাখা ব্যবস্থাপক কাঞ্চন মিয়া প্রমুখ।

ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা চিৎলা ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ভিক্ষুক ও হতদরিদ্রদের নিয়ে ইফতার পাটিতে নগদ টাকা প্রদান উপলক্ষে দোয়ার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে চিৎলা ইউনিয়ন পরিষদ ও চেয়াম্যান জিল্লুর রহমানের বিশেষ উদ্যোগে ইউনিয়নের ভিক্ষুকদের পাশাপাশি হতদরিদ্রদের মাঝে নগদ টাকা প্রদান শেষে ইফতার পাটি উপলক্ষে দোয়ার মাহফিল ও আলোচনা সভা জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক ও চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক টুকু, জেলা কৃষকলীগের সহসভাপতি তোহিদুর রহমান চন্দন, প্রচার সম্পাদক মহাসিন রেজা, কোষাধাক্ষ উসমান গনি বিস্কুট, খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু, চিৎলা ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান লালন, মন্টু মিয়া, জিনারুল ইসলাম,প্যানেল চেয়াম্যান ইন্তাদুল হক, ইউপি সচিব চির কুমার কনক, ইউপি সদস্য শুকুর আলী, মেম, তোহিদুল ইসলাম, নিজামদ্দিন, একরামুল হক, অন্তর আলী, রিপন প্রমুখ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর ইসলামী ব্যাংক ১৬০ জন ভিক্ষুকের মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করেছে। গতকাল সোমবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আফাজ উদ্দীন ইসলামী ব্যাংকের পক্ষে ভিক্ষুকদের মধ্যে এগুলো বিতরণ করেন। সমাজসেবা কর্মকর্তা মো. আফাজ উদ্দীন জানান, ১৬০ জন ভিক্ষুকের প্রতিজনকে নগদ ৬শ করে টাকা এবং ১ হাজার ৭শ টাকা মূল্যের ইফতার সামগ্রী দেয়া হয়েছে।

হাসাদাহ প্রতিনিধি জানিয়েছেন, জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার হাসাদাহ বাজারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে আব্দুল খালেক মাস্টারের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য নজরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১৪ নং ওয়ার্ড সদস্য শফিকুল আলম নান্নু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জীবননগর পৌর আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আকিমুল ইসলাম।

      দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা প্রেসক্লাবের সাংবাকিদের সাথে মতবিনিময় ও ইফতার করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল সোমবার বিকালে দর্শনা পুরাতন বাজারস্থ এমপি টগরের বাসভবনে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, আলী মুনসুর বাবু, নজরুল ইসলাম মাস্টার, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সহসভাপতি আজিম উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, যুগ্মসম্পাদক আহসান হাবীব মামুন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান মধু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ক্রিড়া সম্পাদক মুনজুরুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, কার্যনির্বাহী সদস্য জামান তারিক, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন, হানিফ মণ্ডল, সহসভাপতি মাহমুদ হাসান রণি, ইয়াছির আরাফাত মিলন, সাধারণ সম্পাদক হারুন রাজু, যুগ্মসম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক এফএ আলমগীর, এসএম ওসমান, রাজিব মল্লিক, সাব্বির আহমেদ প্রমুখ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জীবননগর অফিসার্স ক্লাব গতকাল সোমবার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। ইফতার পার্টিতে উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু, যুগ্মসাধারণ সম্পাদক জিএ জাহিদুল ইসলাম, সাংবাদিক সালাউদ্দিন কাজল, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মইদুল ইসলাম, সহকারী পল্লি উন্নয়ন অফিসার শহিদুল্লাহ লিমনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা পল্লি জীবিকায়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শামনুর রহমান ইফতার পার্টিতে আগত অতিথিদের স্বাগত জানান। উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল জলিল দোয়া মাহফিল পরিচালনা করেন।

      ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৬টার দিকে আলমডাঙ্গার সোনার বাংলা রেস্টুরেন্টে প্রাঙ্গণে আলমডাঙ্গা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আসরাফুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, সাংগঠনিক সমপাদক মুকুল হোসেন, সিনিয়ার সহসভাপতি এনামুলহক, আহ্বায়ক মনিরুজ্জামান, জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল আলম, জেলা কমিটির উপদেষ্টা এনামুল হকসহ আরও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন আবুল বাসার চাঁন মিয়া।