চুয়াডাঙ্গা আকন্দবাড়িয়া সরকারি প্রাথিমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োগে উৎকোচের অভিযোগ : দানা বেধেছে উত্তেজনা

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলুকদিয়া আকন্দবাড়িয়া গ্রামে দু পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। দু মাস আগে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দপ্তরি নিয়োগে উৎকোচ নিয়ে ভাগাভাগির অভিযোগ নিয়ে উত্তেজনা দানা বেধেছে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় জনসাধারণ।

জানা গেছে, আলুকদিয়া আকন্দবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী কাম দপ্তরি নিয়োগ প্রক্রিয়া শুরু হলে চাকরি প্রত্যাশীর সংখ্যা ১০’র অধিক হয়। ৬ জনের আবেদন বৈধ বলে বিবেচিত হয়। গ্রামেরই পাতারি মণ্ডলের ছেলে রেজাউল করিম সাজু নিয়োগ পান। অভিযোগ ওঠে, তিনি মোটা অঙ্কের উৎকোচ দিয়ে চাকরি নিয়েছেন। উৎকোচের টাকা স্থানীয় ক্ষমতাসীন দলের কয়েকজন ভাগাভাগি করে নেন। এর মধ্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিও রয়েছেন বলে অভিযোগকারীরা জানান। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তেজনা দানা বাধে। দিন দিন উত্তেজনা তীব্রতর হচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, যারা চাকরি পায়নি তাদের লোকজনই উৎকোচের মিথ্যা বানোয়াট অভিযোগ উত্থাপন করেছে।