চুয়াডাঙ্গায় সড়ক বিভাগের ওয়ার্ক চার্জড কর্মচারীদের চাকরিসরকারিকরণের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ডাকে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সড়ক ভবনে এ কর্মসূচি পালন করা হয়। সভায় আগামী ২৯ মে পর্যন্ত প্রতিদিন একঘণ্টা করে বিক্ষোভ মিছিল ও সভার কর্মসূচি পালনের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মোখলেসুর রহমান, আব্দুর রাজ্জাক ও লাল মোহাম্মদ।

জানা গেছে, কেন্দ্রীয় সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ডাকে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা ওয়ার্ক চার্জড হিসেবে ৩০ বছর যাবত চাকরি করার পর শূন্য হাতে অবসরে চলে যান। এমনকি কেউ কেউ মৃত্যুবরণও করেছেন। তাই প্রত্যেক পরিবারকে পেনশনের সমপরিমাণ দশ লাখ টাকা এককালীন অনুদান প্রদানের জোর দাবি জানানো হয়েছে।এছাড়াওয়ার্ক চার্জড কর্মচারীদের নিয়মিত সংস্থাপনে নিয়ে আসার পর মাস্টাররোল কম্পিউটার অপারেটরদের শূন্যপদে নিয়মিত করারও দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-আগামী ১ জুন যোগাযোগমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ, ১১ জুন থেকে ২৫ জুন জুন পর্যন্ত সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দুঘণ্টা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করা হবে। দাবি আদায় না হলে আগামী ২৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর কেন্দ্রীয় সংসদের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হবে।