চুয়াডাঙ্গায় শীত শুরুর সাথে সাথে কুমড়ো-কলাইয়ের বড়ি দেয়ার ধুম

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেকে বসেছে শীত। তাপমাত্রা হুটকরে নেমে ১২ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত হালকা কোয়াশা থাকলেও গ্রাম বাংলায় কুমড়ো-কলাইয়ের বড়ি দেয়ার ধুম পড়েছে। আবহাওয়া অধিদফতর বলেছে, সকালে কুয়াশার ঝুকিছাড়া সূর্যঢাকার মতো স্থায়ী মেঘের তেমন পূর্বাভাস আপাতত নেই। তবে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা হতে পারে।
গতকাল শুক্রবার দেশের সর্বোনি¤œ তাপমাত্রা রাজশাহী ১২ দশমিক ১ আর চুয়াডাঙ্গার সর্বনি¤œ তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকু-ে ছিলো ৩০ দশমিক ৬ আর চুয়াডাঙ্গায় ছিলো ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এবার শীত এসেছে বিলম্বে। বঙ্গোপসাগরে নি¤œচাপসহ গাঙ্গেয় অক্ষরেখায় কয়েকটি ঘুর্ণবার্ত উত্তরের হিমেল হাওয়ার পথে বাধা হয়ে থাকায় শীতের এ বিলম্ব। তবে এখনও পর্যন্ত হিমেল হাওয়ায় রয়েছে ঘাটতি। তবে কয়েকদিন ধরে চুয়াডাঙ্গাসহ দেশের উত্তরাঞ্চলে রাতে বেশী শীত অনুভূত হচ্ছে। আবহওয়া অধিদফতর পূর্বাভাসে বলেছে, দক্ষিণ-পূর্ব এবং তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ বিহার ও তৎসংলগ্ন বিস্তৃত রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কুয়াশা থাকতে পারে। অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে।