চুয়াডাঙ্গায় শিক্ষক লাঞ্ছিত ঘটনায় শিক্ষক নেতৃবৃন্দের ক্ষোভ : কাল মানববন্ধন ও স্মারকলিপি পেশ

 

ম্যানেজিং কমিটির হাতে ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ম্যানেজিং কমিটির সদস্যরা লাঞ্ছিত করেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষক সমিতি। গতকাল তারা প্রতিবাদসভা করেছেন। সেই সাথে আন্দোলন কর্মসূচিও ঘোষণা করেছেন। আগামীকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় মানববন্ধন ও স্মারকলিপি দেবেন তারা।

সূত্র জানায়, প্রায় ছয় বছর ধরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএসএম মখলেসুর রহমানের ওপর হয়রানি ও মানসিকভাবে যবরদস্তি চালিয়ে আসছে ম্যানেজিং কমিটি। তাকে ইতঃপূর্বে অন্যায়ভাবে বরখাস্তও করা হয়। পরবর্তীতে যশোর শিক্ষাবোর্ডের নির্দেশে তাকে স্বপদে বহাল করা হয়। এরপর থেকে আবারও প্রধান শিক্ষককে বিভিন্নভাবে হয়রানি করা হয় এবং কারণে অকারণে শোকজ করে ম্যানেজিং কমিটি। বিষয়টি সম্প্রতি প্রধান শিক্ষক শিক্ষাবোর্ডকে জানালে ম্যানেজিং কমিটি ক্ষুব্ধ হয়ে ওঠে। গত সোমবার স্কুল চলাকালীন ম্যানেজিং কমিটির জরুরি মিটিং কল করা হয়। ওই মিটিঙে ছাত্র-ছাত্রী ও অন্যান্য শিক্ষকের সামনে সভাপতি আব্দুর রহমানের উপস্থিতে শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের মেম্বার শওকত মাহমুদ জামার কলার ধরে প্রধান শিক্ষক মখলেসুর রহমানকে মারধর করেন। বিষয়টি জানাজানি হলে জেলার অন্য শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে সভায় ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। সেই সাথে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার বেলা ২টায় চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে মানববন্ধন ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেবেন তারা। শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ফজলুর রহমান, শেখ সেলিম, আবু সালেহ, ইমাম হাসান, নুরুল ইসলাম, মুহা. ছাইফুল্লাহ, আহমেদ সোহেল, আলী নাসির, আক্তারুজ্জামান, মোশারেফ, আবুল কাশেম, মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন, রাশিদুল ইসলাম, নজরুল ইসলাম, নাহারুল ইসলাম, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, আফজালুর রহমান, মজিবুল হক প্রমুখ।