চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আসলাম হোসেন। এ সময় তিনি বলেন মাদক শুধু একটি পরিবারকেই ধ্বংস করে না সমগ্র জাতিকে ধ্বংস করে দেয়। আমাদের চারদিকে ভারত। বিভিন্ন সময় বিভিন্নভাবে এদেশে মাদক অনায়াসে প্রবেশ করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। যে ছেলেটি লেখাপড়া শিখে নিজের পরিবারের মুখ উজ্জ্বল করবে কিন্তু সেই ছেলেটি মাদকাসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎ। মাদকের ছোবল থেকে আমাদের ভবিষ্যৎ কর্ণধরদের বাঁচাতে হলে সকলকে সচেতন হবে। সব সময় খেয়াল রাখতে হবে নিজের সন্তান কখন কোথায় যায় কাদের সাথে মেশে। মাদকের অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ব্যবহারকারীদের গ্রেফতার করে শাস্তি প্রদান ও বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশকে মাদকমুক্ত করতে হলে প্রশাসনের পাশাপাশি শিক্ষক, রাজনৈতিক নেতা, সমাজের প্রভাবশালী ব্যক্তি ও অবিভাবদের ভূমিকা রাখতে হবে। আগামী ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হবে। এ উপলক্ষে মাদকদ্রব্য বিরোধী লিফলেট ও স্টিকার বিতরণ, ৱ্যালি, জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনাসভা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক মিলন কুমার মুখার্জি, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেন, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কো-অডিনেশন ব্যবস্থাপক মিজানুর রহমান, প্রত্যাশার সমন্বয়কারী সাইদুর রহমান প্রমুখ।