চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং বিজ্ঞান মেলার প্রস্তুতিসভা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০১৪ উদযাপন এবং বিজ্ঞান মেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা বিগত বছরের এ সংক্রান্ত সভার রেজুলেশন এবং বিভিন্ন কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম উপস্থাপন করেন। সভায় অন্যান্যের মধ্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হামিন হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, জেলা শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার হোসেন সরকার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক একেএম রবিউল ইসলাম, ভোকেশনাল ইনস্টিটিউটের অধ্যক্ষ একেএম শামসুদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা মশিউর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মোখলেছুর রহমান ও সহকারী কমিশনার সৈয়দা নাফিস সুলতানাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৬ মার্চ চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। দিবসটি উপলক্ষে ম্যারাথন দৌঁড়, আলোকসজ্জা, সড়ক দ্বীপসজ্জা, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের স্মরণ করা, সঠিক মাপের পতাকা উত্তোলন, স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ক্রীড়া অনুষ্ঠান, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উপাসনা, জেলখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সিনেমা হলে তথ্যচিত্র প্রদর্শন, প্রদশর্নী ফুটবল প্রতিযোগিতা, নারীদের ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিনা টিকেটে পার্কে প্রবেশের সুযোগ।

এছাড়া, এপ্রিল মাসের শেষ সপ্তার দিকে চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে।