চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা সাংস্কৃতি অনুষ্ঠান পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা ইসলামি ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপ-পরিচালক এবিএম রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হালিম শান্তি। বক্তব্যে প্রধান অতিথি বলেন, বিজয়ের মাস স্বার্থক হবে যদি শিক্ষার্থীরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয় এবং আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার কাজে ব্রত হয়। নৈতিক চরিত্র ও ধর্মীয় মূল্যবোধ অর্জন ছাড়া একটি জাতি কখনও উন্নতি লাভ করতে পারে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের অর্জন ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে সকল ভেদাভেদ ভুলে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। আরও বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হালিম শান্তি। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতায় সদর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ও মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক গ্রুপে কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন খাদেমুল ইসলাম মাদরাসার ছাত্র সোহেল রানা, দ্বিতীয় স্থান অধিকার করেন একই মাদরাসার ছাত্র হামিদুল ইসলাম ও তৃতীয় স্থান অধিকার করেন দারুল উলুম বুজরুকগড়গড়ী মাদরাসার ছাত্র হুসাইন আহমদ। ক গ্রুপে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আঁখি খাতুন, দ্বিতীয় স্থান অধিকার করেন একই প্রতিষ্ঠানের ছাত্রী সুমাইয়া আক্তার ও তৃতীয় স্থান অধিকার করেন ঝিনুক বিদ্যাপীঠের ছাত্রী জান্নাতুল মাওয়া। খ গ্রুপে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শিমলা বিনতে ফাতিমা, দ্বিতীয় স্থান অধিকার করেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌমিক দাস ও তৃতীয় স্থান অধিকার করেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নিগার সুলতানা নিশাত। খ গ্রুপে হামদ-নাত প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র রেজাউল ইসলাম রিয়েল, দ্বিতীয় স্থান অধিকার করেন খাদেমুল ইসলাম মাদরাসার ছাত্র আসাদুজ্জামান ও তৃতীয় স্থান অধিকার করেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শিমলা বিনতে ফাতিমা। প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।