চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত মাদক বহনের দায়ে দু জনের ৬ মাস করে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত মাদক বহনের দায়ে দু জনের ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন। গতকাল মঙ্গলভার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড়ের মৃত ফজলুল হকের ছেলে রফিকুল ইসলাম ও তালতলা গ্রামের সব্বত আলীর ছেলে সোহলে।
আদালত সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দৌলতদিয়াড় চুনুরীপাড়া থেকে রফিকুল ইসলাম ও সোহেলকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭ পুরিয়া গাঁজা। পরে তাদের নেয়া হয় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। ভ্রাম্যমান আদালত বসিয়ে রফিকুল ও সোহেলকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। একই সাথে উদ্ধারকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়। রাতে পর আসামিদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিধপ্তরে উপপরিচালক আবুল কালাম আজাদ।