চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা ও কয়েক ব্যবসায়ীকে সর্তক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা ও কয়েক ব্যবসায়ীকে সর্তক করে দিয়েছেন। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা কোর্ট রোডে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পাট মূখ্য কর্মকর্তা সৈয়দ আলাউদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলামের সহযোগিতায় কোর্ট রোডে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেন। এ সময় সাগর এণ্টারপ্রাইজে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানের ডিলিং লাইন্সেন না ব্যাতীত পণ্য মজুদ ও বাজারজাত করার অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ৫শ টাকা জরিামানা করা হয়। প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী চুয়াডাঙ্গা শহরের সবুজপাড়ার মোছাব শেখের ছেলে বাবু সাথে সাথে জরিমানার টাকা পরিশোধ করেন। পরে অভিযান চালানো হয় একই এলাকার এসএস স্টীল পয়েন্টে। এখানেও একই অপরাধে প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মাসুদ পারভেজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। কেদারগঞ্জ বাজারে মর্তুজা খাবার হোটেলে অভিযান পরিচালনা করা হয়। সেখানে আয়োডিনযুক্ত লবণ না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত এবং নোংরা স্থানে থালা বাসুন ধোয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা পাট মূখ্য কর্মকর্তা সৈয়দ আলাউদ্দিন কেদারগঞ্জ বাজারে গোলাম স্টোর, জাহিদ স্টোর, আব্দুর রহিমের চালের দোকানে পাট ও পাটজাত পণ্যের মোড়ক ব্যবহার অভিযান পরিচালনা করে সর্তক করে দেন। কোর্ট রোড থেকে কেদারগঞ্জ বাজার পর্যন্ত ফুটপথ দখল করে ব্যবসা পরিচালনা করা জন্য হুসাইন শীত বস্ত্রালয়, ফাতেমা পোল্টি অ্যা- ডিপার্টমেন্টাল স্টোর এবং সাগর এণ্টারপ্রাইজ স্টীলকে সর্তক করা হয়।