চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ ও থানা কাউন্সিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বিএসটিআই’র প্রতীক ব্যবহার ও লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিজ সুলতানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই দণ্ডাদেশ দেন। সহযোগিতায় ছিলেন খুলনা বিএসটিআই পরিদর্শক জিসান আহমেদ তালুকদার, বেঞ্চ সহকারী কামরুজ্জামানসহ চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একদল পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় অভি ফুডে অভিযান চালানো হয়। লাইসেন্সের মেয়াদ না থাকায় ওই প্রতিষ্ঠানকে বিএসটিআই’র আইন ১৯৮৫ এর ৩১(ক) ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া থানা কাউন্সিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বিএসটিআই’র প্রতীক ব্যবহার ও লাইসেন্স না থাকায় ওমি পানি কোম্পানিকে বিএসটিআই আইন ১৯৮৫ এর ৩০ ও ৩১(ক) ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।