চুয়াডাঙ্গায় ব্র্যাকের আয়োজনে শিশুর পুষ্টি সমৃদ্ধি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাড়বে রুচি বুদ্ধি বল শিশু রবে চঞ্চল

স্টাফ রিপোর্টার: ‘বাড়বে রুচি বুদ্ধি বল শিশু রবে চঞ্চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের আয়োজনে চুয়াডাঙ্গা জেলায় শিশুর পুষ্টি সমৃদ্ধি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিশুর অপুষ্টি বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নে একটি বড় সমস্যা। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে ব্র্যাক ২০০২ সাল থেকে পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ব্র্যাক পরিচালিত Campaign for Maternal Infant and Young Child Nutrition (MIYCN) and enabling policy environment for home fortification and Micronutrient Powder (MNP) প্রকল্পের আওতায় মা নবজাতক ও শিশুপুষ্টি বিষয়ক অ্যাডভোকেসি ক্যাম্পেইন বাংলাদেশের ৮টি বিভাগের ২৬টি জেলার ১৩৫ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এ ধারাবাহিকতায় গতকাল রোববার বিকেলে নূরনগর-জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা নবাগত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেব প্রসাদ পাল।  বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ, ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোস্যাল চেইঞ্জ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার, একেএম মজিবুল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আওয়াল মিয়া, উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান, জেলা নিউট্রিশন সাপোর্ট অফিসার, ইউনিসেফ রোমানা শারমিন, প্রোগ্রাম অফিসার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ইলিন চামেলী, ব্র্যাকের জেলা ব্যবস্থাক (পুষ্টি) মো. আসাদুজ্জামান। এছাড়াও বিদ্যালয়র শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকতাবৃন্দসহ এলাকাবাসী ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ব্র্যাক প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত পালাকা নাট্য গোষ্ঠী পুষ্টি সম্পর্কে সচেতনতা বিষয়ক নাটক পুষ্টি কণার মিষ্টি কথা মঞ্চস্থ করে। ক্যাম্পেইনে প্রধান অতিথি বলেন, শিশুদের শুধু পারিবারিক খাবার ও নিয়মমাফিক পুষ্টি কণা-৫ খাওয়নোর মাধ্যমে অল্প খরচে সহজভাবে পুষ্টিহীনতা দূর করা সম্ভব।

আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রোববার বেলা ১১টার দিকে জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নুরুল হাফিজ। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীমের সভাপতিত্বে নাটক ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক মহাসিন আলী খান, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, ব্র্যাক ঢাকা প্রধান কার্যলয়ের সহযোগী অ্যাডভকেসী  জিএন সুমন, মিনাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, মেহেরপুর জেলা সিনিয়র ব্যবস্থাপক আসাদুজ্জামান, জীবননগর ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি সংগঠক নুরুনবীসহ শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও সুধীবৃন্দ।