চুয়াডাঙ্গায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় মাতৃদুগ্ধ টেকসই করতে- আসুন ঐক্যবদ্ধ হই। এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বর থেকে সিভিল সার্জনের নেতৃত্বে র্যা লি বের করা হয়। র্যা লিটি চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভায় প্রধান ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম। উপস্থিত ছিলেন- গাইনি কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, শিশু কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান মিলন, প্যাথলজিস্ট ডা. শিরিন জেবিন সুমি, জেলা পুষ্টি সহায়ক কর্মকর্তা রোমানা সারমিনসহ আরও অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মায়ের দুধ শিশুর সুস্বাস্হ্য রক্ষায় সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি। একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য যে সমস্ত পুষ্টি উপাদান থাকা দরকার তা সঠিক পরিমাণে একমাত্র মায়ের দুধেই পাওয়া যায়। অন্য কোনো খাবার যেমন চিনির পানি, মধু, মিছরির পানি, অন্য কোনো দুধ এমনকি পানিও দেয়ার প্রয়োজন নেই। এগুলো দিলে শিশুর ডায়রিয়া, নিউমোনিয়া ও অন্যান্য রোগ হতে পারে এমনকি শিশু মারাও যেতে পারে। তিনি আরও বলেন, শালদুধ শিশুর জীবনের প্রথম টিকা, এটা শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। শিশুর শরীর গঠন এবং বৃদ্ধির জন্য যে সকল উপাদানের প্রয়োজন তার সবগুলোই মায়ের দুধে সঠিক পরিমাণে থাকে। তাই শিশুর জন্য পূর্ণ ৬ মাস বয়স পর্যন্ত কেবলমাত্র মায়ের দুধই যথেষ্ট। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন হেলথ এডুকেটর দেলোয়ার হোসেন।