চুয়াডাঙ্গায় বিজিবির পৃথক অভিযানে ২ চোরাকারবারি আটক : ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

দামুড়হুদা ব্যুরো: চুয়াডাঙ্গা-৬ ও মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৬৪ বোতল ফেনসিডিল, ৩ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও ১টি বাইসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত মাদক থানা ও দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ আবু হাসান এবং মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক ফয়েজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মুন্সীপুর সর্দারপাড়ায়। এসময় উদ্ধার করা হয় ১টি বাইসাইকেল। পরে উদ্ধারকৃত সাইকেলটি দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়। একইদিন দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক ফয়েজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মুন্সিপুর মাঠপাড়ায়। এসময় ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিলগুলো জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা করা হয়। এছাড়া গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানার অন্তর্গত দূর্গাপুর গ্রামের মাঠে অভিযান চালান। এসময় ২৩ বোতল ফেনসিডিল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল ও মোটরসাইকেলটি দর্শনা থানায় জমা করা হয়েছে।
এদিকে গতকাল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ শ্যামকুড় বিওপির টহলদল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তালশা গ্রামের পাকা রাস্তার ওপর মাদক বিরোধী বিশেষ অভিযান চালান এসময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার তালশা গ্রামের আবু বক্করের ছেলে মাদকব্যবসায়ী সাজ্জাদ হোসেনকে ১ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করা হয়। অপরদিকে শুক্রবার দিনগত রাত ১২দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ নতুনপাড়া বিওপির টহলদল জীবননগর উপজেলার গয়েশপুর পশ্চিমপাড়া বড় মসজিদের পাশে মাদকবিরোধী অভিযান চালান। এসময় মালিকবিহীন অবস্থায় ১ লিটার লুজ ও ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া ধোপাখালী বিওপির টহলদল দুপুর ২টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর মাঠের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এদিকে গয়েশপুর বিওপির টহলদল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাদাবাগার রোডে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালান। সেখান থেকে গয়েশপুর গ্রামের কামাল ম-লের ছেলে মাদকব্যবসায়ী আনিছুর রহমানকে। একই সাথে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ১টি মোবাইলফোন এবং ২টি সীমকার্ড। আটককৃত আসামিদেরকে মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।