চুয়াডাঙ্গায় বাড়ির পাশে নোংরা পানি ফেলাকে কেন্দ্র করে মারধরে শিশুসহ একই পরিবারের ৩ জন আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরোজগঞ্জে বাড়ির পাশে রাস্তায় নোংরা পানি ফেলাকে কেন্দ্র করে মারধরে শিশুসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জের জলিবিলার খোকন আলীর ছেলে সোহেল (২৮) তার স্ত্রী মিনারা খাতুন (২৫) ও তাদের দুই বছর বয়সী একমাত্র সন্তান তাছিম। গতকাল বিকেলে প্রতিবেশির ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আহত সোহেল অভিযোগ করে বলেন, কদিন আগে প্রতিবেশি ছলেমানের ঘরজামাই ফারুক তার বাড়ির পাশে রাস্তার ওপর গর্তখুঁড়ে নোংরা পানি ফেলে পরিবেশ নষ্ট করছিলেন। নোংরা পানির দুর্গন্ধে প্রতিবেশি সোহেলের অসুবিধা হচ্ছিল। এনিয়ে গতকাল বিকেল ৪টার দিকে ফারুকের সাথে তার কথা কাটাকাটির একপর্যায়ে ফারুক তার ছেলে হাফিজুর ও ফারুকের শ্বশুর ছলেমান শ্বাশুড়ি নুরু খাতুন বাড়ির ভিতর থেকে ধারালো অস্ত্র দাঁ ও লাঠি দিয়ে সোহেলকে আঘাত করতে থাকে। খবর পেয়ে সোহেলের স্ত্রী মিনারা খাতুন ঠেকাতে গেলে তাকেও আঘাত করতে থাকে প্রতিবেশিরা। মিনারা খাতুনের কোলে থাকা তার একমাত্র শিশুপুত্র তাছিমও আহত হয়। অন্যান্য প্রতিবেশিরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।