চুয়াডাঙ্গায় বাংলাদেশের কর ব্যবস্থা ও কর পার্থক্য বিশ্লেষণের ওপর মতবিনিময়

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র চুয়াডাঙ্গা জেলা কমিটির উদ্যোগে বাংলাদেশের কর ব্যবস্থা ও কর পার্থক্য বিশ্লেষনের ওপর মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সুপ্র চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি অ্যাড. মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাঈদ মাহবুব। বিশেষ অতিথি ছিলেন উপকরকমিশনার খুরশিদ আলম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধ্যাপক এসএম ইস্রাফিল, কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট ইন্সপেক্টর হাসেম আলী। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুপ্র জেলা কমিটির সম্পাদক রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। আলোচনাপত্র উপস্থাপন করেন সুপ্র জেলা কমিটির সহসভাপতি শাহীন সুলতানা মিলি। বক্তব্য রাখেন জেলা লোকমোর্চা সহসভাপতি রাশেদল-উল ইসলাম জোয়ার্দ্দার, জাতীয় গণফ্রন্ট জেলা আহ্বায়ক লিটু বিশ্বাস, ওয়ার্কাস পার্টির নেতা আলাউদ্দীন ওমর, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহজাহান মুকুল, জেলা জাসাস সভাপতি সহিদুল হক বিশ্বাস, ইটভাটা মালিক সমিতির সভাপতি বজলুর রহমান, পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াছ হোসেন, মাসিক দিন বদলের সংবাদ সম্পাদক রিচার্ড রহমান, প্রেসক্লাব চুয়াডাঙ্গার সভাপতি অ্যাড. মানিক আকবর, দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি শাহ আলম সনি, ওয়েভ ফাউন্ডেশনের সমস্বয়কারী জহির রায়হান, আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ হাসান হালিম, জেলা ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, শাহেদ জামাল, এসএম পারভেজ প্রমুখ। আলোচকবৃন্দ তাদের আলোচনায় বাজেটে অন্তর্ভুক্তির জন্য স্থানীয় এবং জাতীয় বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। উল্লেখযোগ্য সুপারিশের মধ্যে ছিলো-১.কর ব্যবস্থাকে সহজীকরণ করতে হবে। ২.কর প্রশাসনে জনবল বাড়াতে হবে। ৩.কর সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ৪. সকল কর বন্ঠন ও আদায় স্থানীয় সরকারের অধীনে ন্যস্ত করতে হবে এবং বাধ্যতামূলকভাবে আদায়ের জন্য নীতিমালা করতে হবে। ৫.পরোক্ষ করের আওতা কমিয়ে প্রত্যক্ষ করের আওতা বাড়াতে হবে। ৬.কর ব্যবস্থা ও কর সংগ্রহ সম্পর্কে সকল নাগরিককে সহজভাবে বিস্তারিত তথ্য জানানোর উদ্যোগ নিতে হবে। ৭.স্থানীয়ভাবে কর আদায় ও আদায়কৃত টাকা থেকে উন্নয়ন পরিকল্পনা করতে হবে এবং বছর শেষে তার তথ্য জনসমক্ষে তুলে ধরতে হবে। সভায় স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবীদ,ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষকগণসহ  মোট  ৪৫ জন উপস্থিত ছিলো।