চুয়াডাঙ্গায় বলাকাপাড়ায় বিয়ে পিঁড়ি থেকে উঠে গেলো বর

 

স্টাফ রিপোর্টার: বিয়ে পিঁড়ি থেকে উঠে গেলো বর। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের পর পারিবাকিভাবেই বিয়ের আয়োজন করা হয়। বিয়ে বাড়ি সকল আয়োজন শেষ। বর-বরযাত্রী, কাজী সবাই উপস্থিত। হঠাৎ করেই বিয়ের আসর থেকে বরের ভাইসহ কয়েকজন তুলে নিয়ে গেলো। কিন্তু কেনো? এ প্রশ্নের জবাব মেলেনি। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়ার বলকাপাড়ায়। গত সোমবার রাতে কনের বাড়িতেই বিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হলেও বিয়ে হয়নি।

এলাকাবাসি জানায়, সুমিরদিয়া বলাকাপাড়ার আকছেদ আলী মণ্ডলের ছেলে খালিদ হাসানের সাথে একই পাড়ার এক কলেজ ছাত্রীর সাথে দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্ক রয়েছে। খালিদ তাকে বিয়ে করতে টালবাহান করলেও পরে বিয়ে করতে রাজি হয়। গত সোমবার রাতে কনের বাড়িতেই বিয়ে আয়োজন করা হয়। ডাকা হয় ওই এলাকা কাজী আকরাম হোসেন সহকারী সিহাব উদ্দীনকে। কাবিননানা সব লেখালেখি সম্পন্ন। দেনমোহর করা হয় ২ লাখ টাকা। বরের পক্ষে স্বাক্ষী করা হয় জব্বার আলীর ছেলে রনি, মহিলা কলেজপাড়ার মহিউদ্দীনের ছেলে ইমরানকে। তাদের স্বাক্ষরও করিয়ে নেয়া হয়। কিন্তু খালিদের ছোট ভাই হৃদয়সহ কয়েকজন এসে তাকে তুলে নিয়ে যায়। তারপর থেকে গাঢাকা দেয় খালিদ।