চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল টোয়েন্টিফোরের ২য় বর্ষর্পূর্তি পালন

 

 

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল টোয়েন্টিফোরের ২য় বর্ষর্পূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়। এতে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. রশীদুল হাসান, পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আনোয়ার জাহিদ, বিএমএর সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, বর্তমান উপাধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইস্রাফিল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্মআহবায়ক ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা ও মুজিবুর রহমান মালিক মজু, জাসদের কেন্দ্রীয় নেতা তৌহিদ হোসেন এবং চুয়াডাঙ্গা শিক্ষক অভিভাবক ফোরামের সভাপতি আব্দুল মোতালেব প্রমুখ। র‌্যালী শেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, গত দু’বছরে চ্যানেল ২৪ যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে তার ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে। বক্তারা চ্যানেল ২৪ এর কাছে আরো বেশি বেশি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের আশা করেন। চ্যানেল ২৪ এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন একাত্তর টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম এ মামুন।

মেহেরপুর অফিস: কেক কেটে মেহেরপুরে পালন করা হলো চ্যানেল ২৪’র দ্বিতীয় জন্মদিন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে কেক কাটা হয়। প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। অতিথিদের মুখে কেক তুলে দেন চ্যানেল ২৪ প্রতিনিধি রাশেদুজ্জামান। উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর নিউজ ২৪ ডটকমের সম্পাদক মণ্ডলির সভাপতি রফিক-আলম, সাংবাদিক তোযাম্মেল আযম, মীর সউদ আলী চন্দন, আবু লায়েচ লাবলু, মহসিন আলী, মিজানুর রহমান, ফারুক মল্লিক, মাজেদুল হক মানিক, রাজিবুল হক সুমন, রেজা আহম্মেদ, মজনুর রহমান আকাশ, শেখ শফি, জাহিদুর রহমান, আসিফ ইকবাল, আক্তারুজ্জামান, আল আমিন, মাহবুব আলম, মোমিনুল ইসলাম, হামিদুর রহমান কাজল ও রাহিনুর জামান পোলেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্বাশত নিপ্পন ও মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক আহম্মেদসহ বিভিন্ন সংগঠন।