চুয়াডাঙ্গায় ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে সেমিনারে জেলা প্রশাসক

 

 

পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলদ গাছ লাগানোর আহ্বা

ডিঙ্গেদহ প্রতিনিধি:‘দেশি ফলের অনেক গুণ নেইকো জুড়ি তার, স্বাদে অর্থে তুলানাহীন পুষ্টি কিংবা আহার’প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে সেমিনার গতকাল সোমবার বিকেল ৩টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হরিবুলা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। তিনি বলেন, দেশিফল এক দিকে মানুষের পুষ্টির চাহিদা মেটায়, অপরদিকে আর্থিক সচ্ছলতাসহ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এজন্য বেশি বেশি করে দেশি ফলের গাছ লাগানোর জন্য আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহাবুব বলেন, আমরা বেশি দাম দিয়ে বিদেশি ফল আপেল ক্ষেতে বেশি স্বচ্ছন্দবোধ করি। কিন্তু আপেলর চাইতে আমাদের দেশি ফল পেয়ারায় পুষ্টি অনেক বেশি, দামও কম। বাড়ির পতিত জমিতে দেশি ফলদ গাছ লাগানোর জন্য সকলকে অনুরোধ জানান। প্রথমেই দেশি ফলের গুনাগুণ সম্পর্কে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থিত করেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ড.আক্তারুজ্জামান। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান।