চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হুমকির মুখে বাড়ি ছেড়ে খেজুরা গ্রামে আশ্রয় নিয়েছে নফরকান্দি গ্রামের টোকনসহ তার পরিবার

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: প্রতিপক্ষের অব্যহত হুমকির মুখে বাড়ি ছেড়ে চুয়াডাঙ্গা সদরের খেজুরা গ্রামে মামা শ্বশুরের বাড়িতে আশ্রয় নিয়েছে নফরকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে টোকন আলীসহ তার পরিবারের সদস্যরা। এলাকাবাসি জানায় গত এক সপ্তাহ আগে প্রতিবেশী টোকনের ছেলে ও আশার ছেলের সাথে মারামারিকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ঝগড়া চলে আসছিলো। এরই জের ধরে গত তিনদিন আগে রাতে আশার আলমসাধু টোকনের ভাই আকুলের বাড়িতে রাখে। পরদিন সকালে আলমসাধু নিয়ে যাওয়ার সময় টোকন ও আশার মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। এ সময় আশার সহযোগী শরিফের হাতে থাকা বাঁক দিয়ে টোকনের মাথায় আঘাত করলে টোকন মারাত্মক আহত হয় এবং টোকনের স্ত্রী নাসিমাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে এবং টোটন তার হাতে থাকা কাঁচি দিয়ে শরিফের মাথায় ও কাধে কুপিয়ে মারাত্মক আহত করে। এ নিয়ে উভয়ই চুয়াডাঙ্গা সদর থানায় পাল্টাপাল্টি মামলা করে। নাসিমার মামলায় গত বৃহস্পতিবার আশাকে পুলিশ গ্রেফতার করলে আশার লোকজন টোটনের পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকলে ভয়ে টোটন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ভিটে বাড়ি ছেড়ে খেজুরা গ্রামে মামা শ্বশুরের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।