চুয়াডাঙ্গায় প্রতারকের খপ্পরে বৃদ্ধা : খোয়ালেন ৫৩ হাজার টাকা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রতারকের খপ্পরে পড়ে ৫৩ হাজার টাকা খুইয়েছেন এক নারী। চুয়াডাঙ্গা প্রধান ডাকঘর থেকে জীবন বীমার টাকা তুলে গোনার সময় প্রতারক তার টাকা নিয়ে সটকে পড়ে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন প্রতারিত বৃদ্ধা গোলেজান বেগম।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের বুজরুকগড়গড়ির মৃত মাদার মণ্ডলের স্ত্রী গোলেজান বেগম ডাকঘরে জীবনবীমার টাকা তুলতে যান। কৌশলে এক প্রতারক তার পিছু নেয় এবং টাকা তোলার ব্যাপারে সহযোগিতা করে। গোলেজান বেগম ৫৩ হাজার টাকা তুলে প্রতারকের হাতে দেয় গোনার জন্য। প্রতারক টাকা বড় নোট করে দেয়ার নাম করে বাইরে বেরিয়ে আর ফেরে না। বৃদ্ধা গোলেজান কান্নাকাটি শুরু করলে বিষয়টি জানাজানি হয়। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, অভিযোগ পেয়েছি। প্রতারককে শনাক্তকরণের চেষ্টা চলছে।