চুয়াডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৫ জন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক বিক্রেতাকে আটক করেছে। আটককৃত ৫ মাদক বিক্রেতা হলেন আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে জিনারুল ও খাদিমপুর গ্রামের রেজাউলের ছেলে হাসিবুল, চুয়াডাঙ্গা পৌরএলাকার কানাপুকুরপাড়ার আব্দুল মজিদের ছেলে কাজল, পৌর কলেজপাড়ার মান্নানের ছেলে সাব্বির ও বাগানপাড়ার জুলমত আলীর ছেলে ফয়সাল। গতকাল বুধবার রাতে সদর উপজেলার পৃথক দুটি স্থান থেকে তাদেরকে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে শহর ফাঁড়ি পুলিশ জানতে পারে দুজন ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন ভূমি অফিসের পেছনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের টিএসআই ওহিদুল ইসলাম বিপিএম, এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আলুকদিয়া ভূমি অফিসের পেছনে অভিযান চালান। সেখান থেকে আটক করা হয় আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে জিনারুল (৩৫) ও খাদিমপুর গ্রামের রেজাউলের ছেলে হাসিবুলকে (৩০)। এসময় দেহ তল্লাশি করে জিনারুলের কাছ থেকে ৭০ পিস ও হাসিবুলের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর ইমদাদুল হক সঙ্গীয় ফোর্সসহ ছাগলফার্ম এলাকায় অভিযান চালান। এসময় ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করেন কানাপুকুরপাড়ার আব্দুল মজিদের ছেলে কাজল (২৫), পৌর কলেজপাড়ার মান্নানের ছেলে সাব্বির (২১) ও বাগানপাড়ার জুলমত আলীর ছেলে ফয়সালকে (১৯)। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলাসহ তাদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।