চুয়াডাঙ্গায় জেলা পরিষদের অর্থায়নে ৮টি আইল্যান্ড নির্মাণ করা হচ্ছে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদ ৮টি ট্রাফিক আইল্যান্ড নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজের প্রকল্প গ্রহণ করেছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এ প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে এ ব্যয় নির্বাহ করা হবে। জেলা পরিষদের নির্ধারিত ৮টি আইল্যান্ড হলো- আলমডাঙ্গার চারতলার মোড়, চুয়াডাঙ্গা বড়বাজারের হাসান চত্বর, একাডেমী মোড় ও কোর্ট মোড়, দামুড়হুদার থানা মোড়, দর্শনা বাসস্ট্যান্ড ও দর্শনা পুরাতন বাজার মোড় এবং জীবননগর চার রাস্তার মোড়।

চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু জানান, দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিলো জেলার ট্রাফিক আইল্যান্ডগুলো আধুনিকায়ন করা। বর্তমানে যে আইল্যান্ডগুলোগুলো রয়েছে তা জরাজীর্ণ ও ভাঙাচুরা। ৮টি আইল্যান্ডের মধ্যে ৪টি নতুন আইল্যান্ড নির্মাণ করা হবে। আইল্যান্ডগুলো টাইলসসহ আধুনিক সামগ্রী দিয়ে নির্মাণ করা হবে। চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান জানান, জেলা পরিষদ আইল্যান্ডগুলো নির্মাণ করা হলে শহরের সৌন্দর্যবর্ধিত ও জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে।