চুয়াডাঙ্গায় জাভিদ মোটরসের আয়োজনে দু দিনব্যাপী এসিআই কোম্পানির ইয়ামাহা মোটরসাইকেলের মেকানিক্স ও কাস্টমার মিট সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাভিদ মোটরসের আয়োজনে দু দিনব্যাপী এসিআই কোম্পানির ইয়ামাহা মোটরসাইকেলের মেকানিক্স ও কাস্টমার মিট সম্পন্ন হয়েছে। গত শুক্রবার চুয়াডাঙ্গা রেডচিলি চাইনিজ হোটেলের সেমিনারকক্ষে ইয়ামাহা কোম্পানির মেকানিক্সদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার ইয়ামাহা কোম্পানির মোটরসাইকেল ক্রেতাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় রেডচিলি হোটেলের সেমিনারকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পেট্রোলিয়াম ব্যবসায়ী মালিক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাবিল হোসেন জোয়ার্দ্দার। জাভিদ মোটরসের স্বত্বাধিকারী জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আবুজাফর, কোম্পানির হেড অফ সাউথের সেলস ম্যানেজার প্রবির কুমার অধিকারী, যশোরের রিজিওনাল ম্যানেজার আবু-আল-ইমরান, প্রোডাক্ট এক্সিকিউটিভ সালেহীন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আবুল বাশার। মতবিনিময়সভায় কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, অন্যান্য ব্যান্ডের তুলনায় ইয়ামাহা মোটরসাইকেল বাজারের সেরা। সর্বাধিক মাইলেজ, অসীম শক্তিশালী, ব্লুকোর ইঞ্জিন ও বিশ্বসেরা টেকনোলোজি। এর ধারাবাহিকতায় এসিআই মোটরস বাজারে নিয়ে এসেছে ইয়ামাহা সেলুটো-১২৫ মোটরসাইকেল। যা মোটরসাইকেল ক্রেতাদের স্বপ্নের আসা পূরণ করবে।