চুয়াডাঙ্গায় চুরির অভিযোগে যশোরের ট্রাক হেলপার জাহিদকে বেদম মারপিট

 

স্টাফ রিপোর্টার: চুরির অভিযোগে এক ট্রাক হেলপারকে বেদম পিটিয়ে জখম করেছেন চুয়াডাঙ্গার রিংকু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রিংকু ও তার লোকজন। গতকাল সোমবার সকালে চোর সন্দেহে রড দিয়ে বেদম পিটিয়ে জখম করা হয় তাকে। ট্রাক হেলপার জাহিদ বলেছেন, তিনি নির্দোষ, অকারণেই আমাকে চোর সন্দেহে পেটানো হয়েছে। ট্রাকমালিক যশোরের বিজয় নগরের অখিল কুণ্ডু বলেছেন, আমার হেলপার চোর নয়। তাকে অহেতুক চোর বানিয়ে পেটানো হয়েছে।

জানা গেছে, বিজয় নগরের আকিজ ফুড অ্যান্ড বেভারেজের পণ্যবাহী একটি ট্রাক গত রোববার রাতে মোজো আনলোড করার জন্য চুয়াডাঙ্গা শহরতলির দৌলাতদিয়াড়ের রিংকু এন্টারপ্রাইজের কাছে থেমে থাকে। কোমলপানীয় ব্যবসায়ী হাসানুজ্জামান রিংকুর রিংকু এন্টারপ্রাইজে রাতে চুরির ঘটনা ঘটে। দোকান থেকে ৪টি মোবাইলফোন ও একটি ট্যাব চুরি হয়ে যায় বলে রিংকু জানান। গতকাল সোমবার সকাল ৯টার দিকে তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন। চোরে দোকানে শাটার ও তালা ভেঙে চুরি করে বলে রিংকু সাংবাদিকদের জানান। শেষমেশ থেমে থাকা ট্রাকের হেলপার জাহিদকে (২৪) চোর সন্দেহে রড ও লাঠিসোটা দিয়ে বেদম পেটায় তারা। জাহিদ রক্তাক্ত জখম হয়। দুপুরে চুয়াডাঙ্গায় আসেন ট্রাকমালিক অখিল কুণ্ডু। তিনি বলেন, চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কেউ রাতে চুরি করলে অবশ্যই সকালে সে পালিয়ে যেতো। বিকেলে অখিল কুণ্ডু জাহিদকে সাথে করে নিয়ে যান। হেলপার জাহিদের বাড়ি যশোরের চুড়ামনকাটির ছাতিয়ানতলা গ্রামের মল্লিকপাড়ায়।