চুয়াডাঙ্গায় গোল্ড লিফ সিগারেটের ভেতর ইট ও পাথরের কুচি?

স্টাফ রিপোর্টার: গোল্ডলিফ সিগারেটের প্যাকেটের ভেতর ইট ও পাথরের কুচি পাওয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চুয়াডাঙ্গা কেদারগঞ্জ বাজারের সিটি গোল্ড হাউজের মালিক আজিজুল হক এ অভিযোগ তুলে বলেন, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিগারেটের কার্টুন ভেঙে প্যাকেট বের করে ক্রেতাদের দিতে গিয়ে বিষয়টি পরিলক্ষিত হয়। প্যাকেট ভেঙে ক্রেতাদের সিগারেট দিতে গিয়ে দেখা যায় প্যাকেটের মধ্যে সদ্য পৌর নির্বাচনে এক মেয়র প্রতিদ্বন্দ্বির পোস্টারের ছেড়া টুকরা দিয়ে মোড়ানো একশ গ্রাম ওজনের একটি ইটের কুচি। দেখে উপস্থিত সকলে হতবাক হয়েছেন। তবে ছেড়া কাগজের টুকরো দেখে এটি ধারণা করা হয় যে রেলবাজারে অবস্থিত ব্রিটিশ আমেরিকা টোবাকো গ্র“পের চুয়াডাঙ্গা ডিস্ট্রিবিউটর দেশ ট্রেড লিংককের কেউ এই অপকর্ম করেছে। জীবননগর বাসস্ট্যান্ডে রুমা স্টোরের মালিক মিঠু খান জানান, গতকাল সকালে ক্রেতাকে সিগারেট দিতে গিয়ে দেখা যায় প্যাকেটের মধ্যে একটি সাদা কাগজ এবং কাগজটি দিয়ে একটি পাথর কুচি মোড়ানো। হতবাক হয়ে ডিস্ট্রিবিউটরের কাছে নালিশ দিয়েও কোনো লাভ হয়নি। এতে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন। কারণ কোম্পানি বা ডিস্ট্রিবিউটর তো আর যে প্যাকেটে ও ইট পাথরের কুচি তার দাম ফেরত দেবে না। ভুক্তভোগী দোকানিরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।