চুয়াডাঙ্গায় গুটি ইউরিয়ার সুফল বিষয়ক প্রশিক্ষণ ও উদ্বুব্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ (এভিআই) প্রকল্পের আওতায় গুটি ইউরিয়ার সুফল বিষয়ক এক প্রশিক্ষণ ও উদ্বুব্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) গতকাল রোববার স্থানীয় ওয়েভ ফাউন্ডেশন প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজন করে। কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার গুটি ইউরিয়া তৈরির ব্রিকেট মেশিন মালিক, সার ডিলার, খুচরা সার বিক্রেতা, কৃষাণী ও উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদফতর চুয়াডাঙ্গার অতিরিক্ত উপপরিচালক একেএম মহিউদ্দিন বেলা ১০টায় এই কর্মশালার উদ্বোধন করেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আফজাল মাহমুদ। অন্যান্যের মধ্যে এভিআই প্রকল্পের জে-ার স্পেশালিস্ট মাহমুদা আক্তার খান, ফিল্ড কো-অর্ডিনেটর শরিফুল আলম মনি ও আলমগীর রশিদ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে একেএম মহিউদ্দিন বলেন, গুটি ইউরিয়া পরিবেশ বান্ধব সার। এই সার কম ব্যবহারে অধিক ফলন পাওয়া যায়। এই সার ব্যবহারের কৃষকরা এগিয়ে আসলে কৃষি অর্থনীতিতে এর সুফল পাওয়া যাবে।