চুয়াডাঙ্গায় ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ

OLYMPUS DIGITAL CAMERA

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি বিমান ও পর্যটক বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেননের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ, বিদ্যুত ও ডিজেলের মূল্য বৃদ্ধি, সুদমুক্ত কৃষি ঋণ, দূর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থাসহ ৭ দফা দাবিতে গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শেখের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশটি জেলা কার্যালয় থেকে ৱ্যালি আকারে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয় । সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি সিরাজুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জাতীয় কৃষক সমিতির দামুড়হুদা উপজেলা আহবায়ক জামাত আলী, জেলা কমিটির সদস্য ইউনুচ আলী, যুবমৈত্রী নেতা মামুনুর রশিদ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন সভাপতি আব্দুস সামাদ, সহসভাপতি কওসর আলী, সদস্য নজরুল, জাহিদুল, বগা, মহিউদ্দীন, নবীছদ্দিন, আব্দুস সামাদ, ইউনুচ, ওয়াহেদ, আহসান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, পাটের মূল্য মণ প্রতি ৩ হাজার টাকা, ডিজেল প্রতি লিটার ৫৫ টাকাসহ কৃষকদের ন্যায্য দাবি আদায়ে সকলকে আন্দোলন করতে হবে। প্রেসবিজ্ঞপ্তি।