চুয়াডাঙ্গায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা চলাকালেতিন শিক্ষক ও তিন পরীক্ষার্থীকে বহিষ্কার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে অনুষ্ঠিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পরীক্ষায় নকলে সহযোগিতা ও নকল করার অভিযোগ তিন শিক্ষক ও তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান অভিযুক্তদের বহিষ্কার করেন। বহিষ্কৃত শিক্ষকেরা হলেন-আলমডাঙ্গা উপজেলার গোকুলখালীর ডা. আফছার উদ্দিন কলেজের তিন প্রভাষক জিয়াউর রহমান, মো. কামরুজ্জামান ও হারুন অর রশিদ।

পৌর কলেজসূত্রে জানা গেছে, দিনের প্রথমার্ধে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে একজন ও দ্বিতীয়ার্ধে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা চলাকালে দু ছাত্র বহিষ্কার হয়। তিনজন শিক্ষকই বহিষ্কার হন রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা চলাকালে নকলে সহযোগিতার অভিযোগে।চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান আলী তিনজন শিক্ষার্থীর নাম জানাতে অপারগতা প্রকাশ করে কৌশলে এড়িয়ে যান।