চুয়াডাঙ্গায় ই-সার্ভিসসমূহ বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালায় জেলা প্রশাসক সায়মা ইউনুস : ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ই-সার্ভিসের গুরুত্ব অপরিসীম

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ই-সার্ভিসসমূহ বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহায়তায় ওই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসাল্টেন্ট ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট (ই-সার্ভিস) দৌলতুজ্জামান খাঁন, ন্যাশনাল কনসাল্টেন্ট (আইসিটি) ইমরুল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবপ্রসাদ পাল ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। সহকারী কমিশনার সুচিত্র রঞ্জন দাসের সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে, আলমডাঙ্গা উপজেলা নির্বাহি কর্মকর্তা আজাদ জাহান, নেজারত ডেপুটি কালেক্টর তরিকুল ইসলামসহ অন্যরা। এছাড়া কর্মশালায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৫০ জন প্রতিনিধি অংশ নেন। কর্মশালায় জেলার ই-সার্ভিসের অগ্রগতি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন সহকারী প্রোগ্রামার প্রস্ফুট মণ্ডল। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ন্যাশনাল কনসাল্টেন্ট ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট (ই-সার্ভিস) দৌলতুজ্জামান খাঁন এটুআই প্রোগ্রামের সার্বিক ই-সার্ভিসসমূহ উপস্থাপন করেন।

কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিকতার ছোঁয়ায় দেশ এগিয়ে যাচ্ছে। প্রতিটি সরকারি দফতরের তাদের নিজস্ব ওয়েব পোর্টাল রয়েছে। যার মাধ্যমে সাধারণ মানুষ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সেবাগুলো পেতে পারে। তাই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ই-সার্ভিসের গুরুত্ব অপরিসীম। জেলার প্রতিটি সরকারি দফতরের ওয়েব পোর্টালগুলো হালনাগাদ করতে আহ্বান জানান তিনি।