চুয়াডাঙ্গায় ইন্টারনেটের একাংশের কাটা ক্যাবল উদ্ধার

স্টাফ রিপোর্টার: ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্কের চুয়াডাঙ্গা মেহেরপুরে ইন্টারনেট সংযোগের একাংশের কাটা ক্যাবল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার কাটা কেবল উদ্ধার করে নিজ হেফাজতে নিয়েছে এ নেটওয়ার্কের আঞ্চলিক তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত ফ্লিম ফেয়ার ক্যাবল টিভির স্বত্বাধিকারী সালাউদ্দিন মিঠু। একই সাথে দুর্বৃত্তদের নামে আজ মামলা করা হবে।
ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্কের তত্ত্বাবধানে রয়েছেন সালাউদ্দিন মিঠু জানান, গত বুধবার রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা-মুন্সিগঞ্জের কমপক্ষে ৯টি স্থানে ও চুয়াডাঙ্গা মেহেরপুরের কমপক্ষে ৮টি স্থানে ইন্টানেট সংযোগের ক্যাবল কেটে ওই স্থানেই ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার এই ক্যাবল কাটা জায়গা থেকে উদ্ধার করে নিজ হেফাজতে নিয়েছে। তিনি আরও জানান, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭০ লাখ টাকা। আর ক্যাবল উদ্ধারের বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। আজ আবারও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ করে দুর্বৃত্তদের নাম উল্লেখ করে মামলা করা হবে। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তারাও আলাদা একটা মামলা করবে।