চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা

 

 

স্টাফ রিপোর্টার: চলমান  রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে  চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতেসতর্কাবস্থায় রয়েছে পুলিশ প্রশাসন। সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, অপরাধমূলক কর্মকাণ্ড যাতে না ঘটে সে লক্ষ্যেঅন্যান্য সময়ের তুলনায় স্পর্শকাতর স্থানগুলোতে টহল জোরদার করা হয়েছে। বিশেষ করেতারাবির নামাজ চলাকালীন পুরুষশূন্য বসতবাড়িতে যাতে ডাকাতিকিংবা অন্যান্য অপরাধ সংঘটিত না হয় সেজন্য পুলিশঅপরাধজোনহিসেবে পরিচিত স্থানগুলোতে টহল দিচ্ছে।                               আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শনীর মাধ্যমে চুয়াডাঙ্গা চৌরাস্তামোড়ে গতরাতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুজ্জামান বলেন,আসন্ন ঈদ যাতেএলাকার লোকজন শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলাস্থিতিশীল রাখতে প্রশাসন নানা প্রস্তুতি গ্রহণ করেছে। প্রয়োজনের তুলনায় পুলিশ কম হওয়ায় এ বিশাল এলাকার আইনশৃঙ্খলা আয়ত্বে হিমশিম খেলেওসাধারণ জনগণের সহযোগিতায় এ অবস্থায় রাখা সম্ভব হয়েছে। আগামীতেও তিনিসর্বসাধারণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, কেনাকাটার সময় মোবাইল, ব্যাগ ও টাকা সাবধানের সাথে রাখার পাশাপাশি অপরিচিত ব্যক্তির দেয়া কিছু না খাওয়ার জন্য বিরত থাকতে বলেন। অবৈধ নসিমন, করিমন, আলমসাধুতে আরোহণ না করার জন্য অনুরোধ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুনসী ও ওসি (তদন্ত) এএইচএম কামরুজ্জামান।