চুয়াডাঙ্গাসহ বিভিন্নস্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্নস্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা পৌর জাতীয় পার্টির উদ্যোগে স্থানীয় মিজান কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর জাতীয় পার্টির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুর রহমান (পিএসসি-নেভী, অব.)। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক সরকার হাসিবুল ইসলাম মাসুদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) রমজান আলী।

জয়নাল আবেদীনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন জাতীয় পার্টির নেতা সাইফুল ইসলাম, আয়ূব আলি মাস্টার, ভাদু মিয়া, নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সোয়েবুর রহমান মাসুদ, জহির উদ্দীন সুরুজ, ছাত্র সমাজ নেতা মজিবুল হক, যুব সমাজ নেতা সোহেল রানা প্রমুখ।

এদিকে গার্মেন্টস মালিক সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলমডাঙ্গা বণিক সমিতির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির সভাপতি হাজি গোলাম রহমান সিঞ্জুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাবেক ইউপি চেয়ারম্যান মাও. আব্দুল কাদের, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু। উপস্থিত ছিলেন আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি সৈয়দ সাজেদুল হক মনি, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দীন, প্রচার সম্পাদক আব্দুল আজিজ, গোলাম মোক্তাদীর বিদ্যুৎ, আব্দুস সামাদ বাবলু, সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ।

ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, ঐতিহাসিক গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিসভা উপলক্ষে মতবিনিময় শেষে ইফতারপার্টি অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে, নবীনদের উৎসাহ দিতে এবং প্রবিণদের ঐতিয্য ধরে রাখতে আগামী ঈদ পরবর্তী জকজমকপূর্ণ মিলনমেলা ঘটাতে প্রস্তুতি উপলক্ষে মতবিনিময়সভা শেষে ইফতারপার্টির আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও উদযাপন কমিটির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান বাবলু, রইচ উদ্দিন, নুর হোসেন, জহুরুল ইসলাম, মহাসিন আলী, মামুন হোসেন, নাজমুল হোসেন, আশেকে রাসুল মিলন, নুরুল ইসলাম, ছমির আলী, ছানোয়ার হোসেন, আব্দুর রশীদ, শাহীন আলম, সেলিম উদ্দিন খুশি, আব্দুল কুদ্দুস, হামিদুল হক, নুরুল ইসলাম, মজিবার রহমান, আসাদুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, বিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে সকল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আগামী ২০১৭ সালের ঈদুল ফিতরের পর ২৯ জুন জাকজমকভাবে ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে বক্তরা জানান।

অপরদিকে, আলমডাঙ্গা গাংনী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইফতারপার্টি উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়ে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে গাংনী মোড়ের চেয়ারম্যান ভিলায় ইফতারপার্টি ও মতবিনিময়সভায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু। অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মিয়া, ইউপি সদস্য জাফর আলী, মাসুম হোসেন, দিদার আলী, মজিবুল হক, সেলিম রেজা সেন্টু, সেলিম উদ্দিন, শাহির উদ্দিন, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মিলন হোসেন, মাসুদ হোসেন, মজিবুল হক, শামিম রেজা ও রশিদুল হক প্রমুখ।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভা ও ইফতারপার্টির আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রায়পুর হাইস্কুল মাঠে এ ইফতারপার্টি অনুষ্ঠিত হয়। ইফতারপার্টি আগে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির নির্বাহী সদস্য নজরুল মল্লিক। রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু তালেব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের নেতা শামীম ফেরদৌস, কাজি সামসুর রহমান চঞ্চল, অ্যাড, আকিমুল ইসলাম, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি সামসুজ্জোহা, আব্দুল মজিদ, আমির হোসেন, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান মাস্টার, সাজ্জাদ হোসেন বিশ্বাস, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, আব্দুর রশিদ, মিজানুর রহমান নেনু, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগ নেতা আবজালুর রহমান বুলু, কেডিকে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুল বাশার টুটুল, মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ,  দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড, আবু তালেব, যুবলীগ নেতা মিনাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, যুবলীগ নেতা মনিরুজ্জামান, রিন্টু, নূরুল, ছাত্রলীগ নেতা ওসমান আলী, প্রজন্মলীগ নেতা হিমেল, রুবেল, শিমুল প্রমুখ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক জেমর্স স্বপ্নন মল্লিক বাবুর উদ্যোগে মুজিবনগর প্রেসক্লাবের সদস্যদের নিয়ে গতকাল শুক্রবার এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মুজিবনগর গণপূর্ত রেস্টহাউজে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সফি, সহসভাপতি রেজাউল করিম রেজা, যুগ্মসম্পাদক রেজাউল হক, সাংবাদিক হাসান মোস্তাফিজুর রহমার খান, সাকিল রেজা, সোহাগ মণ্ডলসহ  মুজিবনগর প্রেসক্লাবের সদস্যবৃন্দ। দোয়া পরিচালনা করেন মুজিবনগর কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাও. মতিউর রহমান। এসময় ইউপি সদস্য সংকর বিশ্বাস, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত ও সাবেক ইউপি সদস্য তাপোষ মল্লিক সেখানে উপস্থিত ছিলেন।

ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার উত্তরনারায়ণপুর সুপারস্টার সামাজিক সংগঠনের ইফতা মাহাফিল গতকাল শুত্রুবার অনুষ্ঠিত হয়েছে ডাকবাংলা উত্তরনারায়ণপুর জামে মসজিদে। ইফতার মহাফিলে সভাপতিত্ব করেন সুপারস্টার সামাজিক সংগঠনের সভাপতি হাবিবুর রহমান। প্রধান অতিধি হিসেবে আলোচনা করেন ৩ নং সাগান্না ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুন। ইমাম নজরুল ইসলাম, হাজি ইসরাফিল, মহরাম পাঠান, ডা. বাবু প্রমুখ। প্রধান অতিধি বলেন বর্তমান সমাজের অনেক ভালো কাজ করছে এই উত্তরনারায়ণপুর সুপারস্টার সামাজিক সংগঠনের ছেলেরা। যখন মাদকের মতো জঘন্য ড্রাগ ছড়িয়ে পড়ছে তখন এই যুবকরা তার প্রতিরোধ করতে সামাজিক আন্দলন গড়ে তুলছে এলাকায়। আমি আহ্বান করবো আজ যারা এই ইফতার মাহাফিলে শরিক হয়েছেন তারা তাদের সন্তানদের দিকে নজর দিবেন তারা যেন কোনোভাবে অসামাজিক কাজের সাথে জড়িয়ে না পড়ে।