চুয়াডাঙ্গার সরোজগরঞ্জে মতবিনিময়সভায় পুলিশ সুপার নিজাম উদ্দীন- বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে এগিয়ে আসতে হবে

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বাল্যবিয়ে, ইভটিজিং, জঙ্গিবাদ, মাদক ও আত্মহত্যা প্রবণতা রোধে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় কমিটির সভাপতি জুয়েল রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে আন্তরিকতার সাথে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনারা যদি একটু সচেতন হন তাহলে সমাজে মাদক, বাল্যবিয়ে আত্মহত্যামুক্ত সমাজ গড়া সম্ভব। আপনাদের সন্তানরা স্কুলে যাচ্ছে কি-না, স্কুল থেকে কোথায় থাকে সারাদিন এগুলো আপনারা খোঁজ নেন। তাহলে আপনার সন্তান খারাপ পথে পা বাড়াবে না। আর যদি আপনারা অবহেলা করেন তাহলে ওই সমস্থ সন্তনরা নষ্ট হয়ে যাবে। আর আপনারা সঠিক তথ্য দিন আমাদের কাছে আমরা অবশ্যই অপরাধমূলক দোষীদের শাস্তি দিতে পারব। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার চুয়াডাঙ্গা সদর সার্কেল তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ তোজাম্মেল হক, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি হাজি আজিজুল হক, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মজিবর রহমান, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই শফিকুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য এমএস জেড আলম সুমন, আশিকুর রহমান, জিল্লুর রহমান, শিক্ষক গোলজার হোসেন, আব্দুর জব্বার প্রমুখ। অনষ্ঠানটি পরিচালালনা করেন শিক্ষক আবুল কাশেম।