চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গায় মসজিদ উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা কুয়েত সংস্থা ও কর্তৃপক্ষের যৌথ অর্থায়নে সরিষাডাঙ্গা রোমেলা খাতুন রহমানিয়া মাদরাসা জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের সরিষাডাঙ্গা রহমানিয়া মাদরাসার মসজিদের শুভ উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন সরিষাডাঙ্গা রোমেলা খাতুন রহমানিয়া মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এসএসএফের অতিরিক্ত পুলিশ সুপার ইসতিয়াক আহমেদ, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কলিমুল্লাহ, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান, মাদরাসার পরিচালক মোস্তাফিজুর রহমান মাজু। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মাখলুকাত রহমান সাজুসহ বিশিষ্ট ব্যবসায়ী শাহীন রেজা, আক্কাস মিয়া, হাফেজ বসির আহমেদ, ঝন্টু, আজম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, মাদক নিয়ে পুলিশ ভিন্নভাবে কাজ করছে। চুয়াডাঙ্গা জেলায় মাদক রাখবো না। মাননীয় প্রধানমন্ত্রী ৪টা বিষয়ে কথা বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি। সরকার যেখানে এগুলো চায় না সেখ নে আমাদের রাখার কোনো কারণই নেই। এটার বিরুদ্ধে জিহাদ সংগ্রাম যাই বলেন না কেন, আমরা সেই অবস্থানে আছি। মানুষের নিরাপত্তা দেয়া আমার ঈমানী দায়িত্ব। তিনি আরও বলেন, সবাইকে চেষ্টা করে যেতে হবে সমাজ ব্যবস্থার জন্য, দেশের উন্নয়নের জন্য, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে রিজিকের ব্যবস্থা করেছেন। হায়াত মউত রিজিক আল্লাহ তা’আলা বহন করেন। নবী করীম (স:) সাহাবীদের বলেছিলেন বিভিন্ন এলাকায় ধর্মপ্রচারে যাও। সাহাবীরা দলে দলে বিভক্ত হয়ে প্রচারে নেমে গিয়েছিলেন। আমাদের দেশে হযরত শাহাজালাল (র:) ইসলামের বার্তা নিয়ে এসেছিলেন। ধর্ম নিয়ে বাগবিত-ায় যাওয়া ঠিক নয়, যে যেভাবে ধর্ম পালন করে করতে দেন। এছাড়া তিনি হাদিস কোরআন ও আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার।