চুয়াডাঙ্গার মোমিনপুরে চেয়ারম্যান পদে ভগ্নিপতি-শ্যালকের লড়াই জমে উঠেছে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় চেয়ারম্যান পদে ভগ্নিপতি ও শ্যালকের ভোটযুদ্ধ শুরু হয়েছে সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে। দুজনেরই বাড়ি ইউনিয়নের বোয়ালমারী গ্রামে। পরস্পর তারা নিকটতম আত্মীয় হলেও ভোটের ব্যাপারে কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। ছুটছেন এ গ্রাম থেকে ও গ্রামে। মৃত খলিলুর রহমানের ছেলে ভগ্নিপতি হাবিবুর রহমান সেকন ইউনিয়ন বিএনপির সভাপতি হলেও তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী। আর একই গ্রামের মতিয়ার রহমান ওরফে সোমা জোয়ার্দ্দারের ছেলে চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির শ্যালক মফিজুর রহমান জোয়ার্দ্দার জামায়াত সমর্থিত প্রার্থী। ভগ্নিপতি হাবিবুর রহমান সেকন আনারস আর শ্যালক মফিজুর রহমান জোয়ার্দ্দার চশমা প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন। হার-জিত যাই হোক, ভগ্নিপতি আর শ্যালক কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। তবে তাদের দুজনের আত্মীয়-স্বজনরা পড়েছেন বেকায়দায়। তারা কাকে ফেলে কাকে ভোট দেবেন তা নিয়ে ভাবছেন। শেষমেশ দুজনের মধ্যে যার অবস্থান পোক্ত বলে মনে হবে আত্মীয়-স্বজনরা তাকেই বেছে নেবেন বলে অনেক ভোটার মন্তব্য করেছেন। কিন্তু পরস্পরের আত্মীয়-স্বজন কে কাকে ভোট দেবেন তা নিয়ে ইউনিয়নবাসীরও চরম কৌতূহল। দ্বিতীয় ধাপে মোমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।