চুয়াডাঙ্গার বেলগাছিতে যুবতীকে নিয়ে চাঞ্চল্য

 

 

স্টাফ রিপোর্টার: উঠতি বয়সী যুবতী। মিষ্টি চেহারা। গায়ের রং ফর্সা। পরনে মধ্যমানের জলপাই রঙের ছাপা থ্রিপিস। নাম বলছে না। ঘুরে ফিরে মুখে একই কথা, আমাকে কেউ ভালো বাসে না। কেন? জবাব নেই।

গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা বেলগাছির ফুটবল মাঠে উপুড় হয়ে শুয়ে ছিলো যুবতী। কয়েক যুবক কৌতূহলবশে কাছে গিয়ে তাকে গ্রামের মধ্যে নেয়ার চেস্টা করে। পথিমধ্যে একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ে যুবতী। বকচরপাড়ার সার্জেদ আলীর স্ত্রী খাদেজা খাতুন পুকুরে নেমে যুবতীকে উদ্ধার করেন। সাথে করে নিয়ে যান তার বাড়িতে। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় জমায়। ভিড়ের মাঝে হাজির হন পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। তিনি পুলিশকে বিষয়টি জানান। সদর থানা পুলিশের তরফে তেমন সাড়া পাননি। তবে পুলিশ জানায়, বিষয়টি সমাজ কল্যাণ দফতরের। তাদেরকে জানাতে হবে।

গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত যুবতী বেলগাছি বকচরপাড়ার খাদেজার বাড়িতেই ছিলো। সে মানসিক প্রতিবন্ধীর মতো আচরণ করলেও মাঝে কয়েক দফা বলেছে, হরিণাকুণ্ডু এলাকায় তার নানা বাড়ি। বাড়িতে খবর দিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি বাড়ি ফিরবো না। কেন ফিরবো? আমাকে কেউ ভালো বাসে না।

যুবতীর কথায় মনে হয়েছে, সে বাড়ি থেকে অভিমানে পথে বের হয়েছে। বয়স ১৬/ ১৭ বছর।