চুয়াডাঙ্গার বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ অভিভাবক সদস্য পদের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দু বিএনপি নেতা আব্দুর রহিম বাদশা এবং মাসুদ রানা প্যানেল ঘোষণা করে মাঠে নামে। নির্বাচনে মাসুদ রানা প্যানেল এককভাবে বিজয়ী হয়। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে সুন্দর পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ অবিভাবক সদস্য নিবাচন। নির্বাচনে ১০ জন প্রার্থী দুটি প্যানেলে বিভক্ত হয়ে ছবি যুক্ত হ্যান্ডবিল ছাপিয়ে বির্নাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে। নির্বাচনে অভিভাবক সদস্য ভোটার ছিলেন ৪২৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৩৭ জন। ভোট গণনার সময় পুরুষ ২২টি ও সংরক্ষিত মহিলা সদস্য ভোট ১৭টি বাতিল হয়েছে। মাসুদ রানা সমর্থিত প্রার্থীরা হচ্ছেন আব্দুল গফুর সর্দার (হাতপাখা) প্রতীকে ১৭৬ ভোট, আবুল কাশেম মিজি (আনারস) প্রতীকে ১৬৮ ভোট, রবিউল ইসলাম  (চেয়ার) প্রতীকে ১৬৩ ভোট, শফিউদ্দীন (মোরগ) প্রতীকে ১৫৩ ভোট ও সংরক্ষিত মহিলা সদস্য সকের বানু (ফুটবল) প্রতীকে ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে আব্দুর রহিম বাদশা সমর্থিত প্রার্থী সেলিম রেজা (বাইসাইকেল) প্রতীকে ১৫২ ভোট, জাহাঙ্গীর আলম (মই) প্রতীকে ১৪৪ ভোট, ফরজ আলী (দোয়াতকলম) প্রতীকে ১৪১ ভোট, কামাল হোসেন (মাছ) প্রতীকে ১৩৩ ভোট ও মইফুল খাতুন (কলস) প্রতীকে ১৩৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। আবুল কাশেম (দেয়ালঘড়ি) প্রতীক পেলেও তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। অপরদিকে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ৩ জন শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষক রাসেল আহম্মেদ, মশিয়ার রহমান ও শাহিনুর বেগম। নির্বাচনে গোপন ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নেতৃত্ব প্রার্থী এবং ভোটারদের মধ্যে ছিলো সোহার্দ পূর্ণ সম্পর্ক। নির্বাচন পরিচালনায় প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন।